Apan Desh | আপন দেশ

এসআইকে রাস্তায় ফেলে কোপাল দুর্বৃত্তরা

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪২, ৪ জুলাই ২০২৪

এসআইকে রাস্তায় ফেলে কোপাল দুর্বৃত্তরা

ছবি: আপন দেশ

নড়াইলের লোহাগড়ায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমরান কাজীকে (৪৬) কুপিয়েছে প্রতিপক্ষরা। আধিপত্য বিস্তার, মাদক ব্যবসাসহ বিভিন্ন বিষয়ে কোন্দলের জের ধরে খুলনায় কর্মরত এ পুলিশ কর্মকর্তার ওপর হামলা করা হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। 

বুধবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের পাঙ্খারচর গ্রামে এ হামলা হয়।

আহত ইমরান কাজী পাংকারচর গ্রামের নজীর কাজীর ছেলে। তার ভাই কাজী বশির হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ও যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। ইমরান বর্তমানে খুলনায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত আছেন।

ইমরানের বড় ভাই কাজী বশির আহমেদ বলেন, ভাতিজির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ইমরান গ্রামের বাড়িতে রওনা হয়েছিলেন। পথিমধ্যে পাংকারচর গ্রামের বটতলা এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের ১০/১২জন অস্ত্রধারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. রানা কাজী বলেন, এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের জের ধরে এ হামলা হয়। ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আরজ আলী কাজী ওরফে লিচু কাজী ও রুবেল সরদারসহ আরও ১০ থেকে ১২ জন ইমরান আহমেদের ওপর হামলা চালায়। তাদের কাছে আগ্নেয়াস্ত্র থাকায় স্থানীয় কেউ আগাতে সাহস পায়নি। ঘটনা ঘটিয়ে তারা ফাঁকা গুলি ছুঁড়ে এলাকা ত্যাগ করে। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাজা বুলেট উদ্ধার করে।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনার খবর শোনর পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আপাতত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা