ছবি: সংগৃহীত
রাজবাড়ীতে ২৬ মণ ওজনের একটি ফিজিয়ান জাতের ষাঁড়ের দাম হাঁকা হয়েছে সাড়ে ৯ লাখ টাকা। জেলা শহরের পশ্চিম ভবানীপুরে লালন পালন করেছেন স্থানীয় হাবিবুর রহমান ও তাছলিমা দম্পতি। ১০ ফিট দৈর্ঘ্য ও ৫ ফিট উচ্চতার ষাঁড়টির নাম দেয়া হয়েছে ‘রাজবাড়ীর বাদশা’।
জানা যায়, তিন বছর আগে ৭০ হাজার টাকায় ষাঁড় গরুটি ক্রয় করেন হাবিবুর রহমান।
এরপর বাড়িতে প্রাকৃতিক ঘাস, ধানের খড়, খৈল, কুড়া, ভুষি, ভুট্টা ও গমের ছাল খাইয়ে তা বড় করেন। ২৬ মণ ওজনের এ গরুর দাম চাওয়া হয় সাড়ে নয় ৯ টাকা। তবে আগ্রহী ক্রেতা দরদাম করতে পারবেন বলে জানান ষাঁড়ের মালিক হাবিবুর রহমান। এছাড়াও ‘রাজবাড়ীর রাজা’ নামে তার আরও একটি ষাঁড় গরু রয়েছে।
১৫ মণ ওজনের ষাঁড়টির দাম সাড়ে চার লাখ টাকা চাওয়া হয়েছে। গরুর মালিক হাবিবুর রহমান বলেন, তিন বছর ধরে তিনি ২৬ মণ ও ১৫ মণ ওজনের দুটি গরু প্রাকৃতিক খাবার খাইয়ে বড় করেছেন। বড়টির নাম রাজবাড়ীর বাদশা ও ছোটটির নাম রাজা। বাদশার দাম সাড়ে ৯ লাখ টাকা এবং রাজার দাম সাড়ে চার লাখ টাকা। তবে ক্রেতারা দরদাম করে কিনতে পারবেন।
হাবিবুরের স্ত্রী তাছলিমা জানান, অনেক কষ্ট করে তিনি ও তার স্বামী ষাঁড় দুটি লালন পালন করেছেন। গরু দুটিতে কোনো ওষধ ও ইনজেকশন দেয়া হয়নি।
রাজবাড়ী সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দিন আহমেদ বলেন, এবারের কোরবানির জন্য জেলার সাড়ে ৬ হাজার খামারসহ পরিবারিকভাবে উপযোগী ৬৫ হাজার গবাদি পশু প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে অনেকে কিছু কিছু পশু কেনাও শুরু করেছেন।
আপন দেশ/এইউ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































