
নিহত নাহিদ ইসলাম
ইতালিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নাহিদ ইসলাম নামে (৩৫) এক বাংলাদেশির যুবক খুন হয়েছেন। বুধবার (২৮ মে) রোমের অদূরে মারিনো দি আরদেয়া শহরে এ ঘটনা ঘটে।
নিহত নাহিদের বাড়ি টাঙ্গাইল জেলার ভূয়াপুর পৌরসভার বেতুয়া গ্রামে। তিনি ১৮ বছর ধরে ইতালিতে বসবাস করছেন।
জানা গেছে, মারিনো দি আরদেয়া এলাকায় আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে (পেট্রোল স্টেশনে) দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতে খুন হন নাহিদ ইসলাম।
আরওপড়ুন<<>>চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদুল আজহা ৬ জুন
তিনি স্ত্রী সন্তার নিয়ে ইতালিতে থাকতেন। তার ৫ বছর বয়সের ছেলে এবং ৭ মাস বয়সের মেয়ে রয়েছে।
অভিবাসী পরামর্শক এম রহমান লিটন জানান, ছুরিকাঘাতের পর নাহিদকে হাসপাতালে নেয়ার উদ্দেশ্যে হেলিকপ্টার আসার কিছুক্ষণের মধ্যে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহবান জানান তিনি।
এদিকে নাহিদের মৃত্যুর খবরে ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্যের প্রার্থনা করেন তারা।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।