Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৯, ২৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৫:৫৪, ২৮ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ছবি: আপন দেশ

টাঙ্গাইলের গোপালপুরে সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে এক অসহায় যুবকের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আপেল মাহমুদের বিরুদ্ধে। ভুক্তভোগী যুবক আল-আমিন টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ভাতকুড়া গ্রামের বাসিন্দা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পাওনা টাকা ফেরত না পেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন এ এতিম যুবক।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালে কৃষি সম্প্রসারণ অধিদফতরের ‘স্পেয়ার মেকানিক’ পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেন আল-আমিন। ২০২১ সালের লিখিত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন। এরপরই গোপালপুর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আপেল মাহমুদ তার সঙ্গে যোগাযোগ করেন। আপেল মাহমুদ নিজেকে প্রভাবশালী দাবি করে ও বড় কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্কের দোহাই দিয়ে শতভাগ চাকরির নিশ্চয়তা দেন। এর বিনিময়ে তিনি ৭ লক্ষ টাকা দাবি করেন।

আরও পড়ুন<<>>টাঙ্গাইলে ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

বাবা-মা হারানো আল-আমিন নিরুপায় হয়ে তার বাবার রেখে যাওয়া শেষ সম্বল বসতভিটার জমি বিক্রি করেন। ২০২২ সালের ২৫ জুন সাক্ষীদের উপস্থিতিতে তিনি নগদ ৬ লক্ষ ৭০ হাজার টাকা তুলে দেন আপেল মাহমুদের হাতে। কিন্তু মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলে দেখা যায়, আল-আমিনের নাম তালিকায় নেই। ওই পদে অন্য প্রার্থীরা নিয়োগ পেয়ে যান।

চাকরি দিতে ব্যর্থ হওয়ায় টাকা ফেরত চান আল-আমিন। ২০২২ সালের ডিসেম্বরে আপেল মাহমুদ আংশিক হিসেবে ২ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত দিলেও অবশিষ্ট ৪ লক্ষ ৪৫ হাজার টাকা নিয়ে কালক্ষেপণ শুরু করেন। পাওনা টাকা ফেরত চাইলে উল্টো আল-আমিনকে বিভিন্নভাবে হুমকি-ধমকি ও নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

গত ২৫ ডিসেম্বর আপেল মাহমুদের অভিভাবক আল-আমিনের বাড়িতে গেলে সেখানে টাকা ফেরত চাওয়ায় আল-আমিনের ওপর হামলার চেষ্টা করা হয় বলেও তিনি জানান।

ভুক্তভোগী আল-আমিন বলেন, আমি একজন শিক্ষিত বেকার ও এতিম ছেলে। ন্যায্য বিচারের আশায় খামারবাড়ি টাঙ্গাইলের উপপরিচালকের কাছে লিখিত আবেদন করেছিলাম। কিন্তু তদন্ত হলেও আমি কোনো প্রতিকার পাইনি। এখন আমি নিঃস্ব।

অভিযোগের বিষয়ে সত্যতা জানতে অভিযুক্ত কৃষি কর্মকর্তা আপেল মাহমুদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়