Apan Desh | আপন দেশ

রাজশাহীর চ্যালেঞ্জিং পুঁজি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৫, ২১ জানুয়ারি ২০২৬

রাজশাহীর চ্যালেঞ্জিং পুঁজি

ছবি : আপন দেশ

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সের বিপক্ষে আগে ব্যাট করে ১৬৫ রান করেছে রাজশাহী ওয়ারিয়র্স। টপ অর্ডারে তানজিদ হাসান তামিমের দারুণ সূচনা এবং পরে জিমি নিশাম ও কেইন উইলিয়ামসনের দায়িত্বশীল ব্যাটিং ইনিংসকে টেনে তোলে।

টসে হেরে আগে ব্যাট করতে নামলে রাজশাহীর ওপেনিং জুটি ইতিবাচক শুরু দেয়। তানজিদ ও সাহিবজাদা ফারহান ৪১ রান যোগ করেন। আক্রমণাত্মক ব্যাটিং করা ফারহান ২১ বলে ২৬ রান করে আউট হন। পাওয়ারপ্লে শেষে রাজশাহীর স্কোর ছিল ১ উইকেটে ৬১।

এরপরও আক্রমণ চালিয়ে যান তানজিদ। ১৫ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি দলের ৬২ রানের সময় বিদায় নেন। তিন নম্বরে নেমে এক প্রান্ত ধরে রাখেন কেইন উইলিয়ামসন। চার নম্বরে নাজমুল হোসেন শান্ত আসলেও ১০ বলে ৭ রান করে ফিরে যান।

আরও পড়ুন <<>> বাংলাদেশকে একদিনের আলটিমেটাম দিলো আইসিসি

এ পর্যায়ে দ্রুত উইকেট হারায় রাজশাহী। মুশফিকুর রহিম শূন্য রানে (১ বল) এবং এস এম মেহেরব হোসেনও শূন্য রানে (৩ বল) আউট হয়ে ফেরেন। চাপের মধ্যে পড়ে দলটি আবারও ঘুরে দাঁড়ায় উইলিয়ামসন ও জিমি নিশামের জুটিতে।

নিশাম দ্রুত রান তুলতে শুরু করেন। বাউন্ডারি হাঁকিয়ে ইনিংসকে এগিয়ে নেন। উইলিয়ামসন স্থির ব্যাটিংয়ে তাকে ভালো সমর্থন দেন। শেষ দিকে ২৬ বলে ৪৪ রানের মূল্যবান ইনিংস খেলে আউট হন নিশাম। এ সময় দেড়শ পেরিয়ে যায় স্কোরবোর্ড।

আবদুল গাফফার সাকলাইন ২ বলে ১ রান করে আউট হন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানে থামে রাজশাহী। উইলিয়ামসন অপরাজিত থাকেন ৩৮ বলে ৪৫ রানে।

সিলেটের বোলারদের মধ্যে সালমান ইরশাদ ৩ উইকেট নেন। দুইটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। ক্রিস ওকস একটি উইকেট দখল করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়