ছবি: বিসিবি
শততম টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসে সুযোগ পাননি সেঞ্চুরি দিকে যাওয়ার। ৫৩ রানে অপরাজিত থেকে যান মুমিনুল হক ৮৭ রানে আউট হয়ে যাওয়ার পর বাংলাদেশ ৪ উইকেটে ২৯৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।
জবাবে ৫০৯ রানের পাহাড় সমান টার্গেটের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিনে ৬ উইকেটে ১৭৬ রান করেছিল আয়ারল্যান্ড। রোববার (২৩ নভেম্বর) টেস্টের পঞ্চম ও শেষ দিনে খেলতে নেমে আরও ২ উইকেট হারায় সফরকারীরা। ফলে জয় থেকে ২ উইকেট দুরে রয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে আড়াইশ উইকেটের সীমানা স্পর্শ করেছেন তাইজুল ইসলাম। সাকিব আল হাসানকে ছুঁয়ে, তাকে ছাড়িয়ে দেশের ক্রিকেটের সেরা হওয়ার পর এবার বিশ্ব ক্রিকেটেও একটি জায়গায় তিনি এখন সবার ওপরে। বাঁহাতি স্পিনে ২৫০ উইকেটের মাইলফলকে তিনি পৌঁছে গেলেন টেস্ট ইতিহাসের সবচেয়ে দ্রুততায়।
আরও পড়ুন<<>>রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
এর মধ্যেই সাকিব আল হাসানকে পেছনে ফেলে সর্বোচ্চ উইকেটশিকারীর জায়গা দখল করেছেন তিনি। সে মাইলফলক ছোঁয়ার পর সাকিবের কাছ থেকেই পেয়েছেন অভিনন্দন।
দিনের শুরুতে তাইজুলের ঝুলিতে ছিল ২৪৯ উইকেট। ৬৮তম ওভারের দ্বিতীয় বলটা একটু বাড়তি জোরে ফেলেছিলেন তাইজুল। ব্যাটসম্যান ঠিকমতো খেলতে না পেরে এলবিডব্লিউয়ে ধরা পড়েন। শক্ত আবেদনে আম্পায়ারের আঙুল উঠতেই তাইজুলের উচ্ছ্বাস—আর তাতেই ছোঁয়া হয়ে গেল নতুন উচ্চতা, দেশের প্রথম বোলার হিসেবে টেস্টে ২৫০ উইকেটের মালিকানা।
তাইজুলের পর আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। তার দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন জর্ডান নিল। স্টাম্পে থাকা ডেলিভারির লাইনে যেতে পারেননি ব্যাটসম্যান। ব্যাটের কানা এড়িয়ে বল আঘাত হানে স্টাম্পে! ভাঙে ৮৫ বল স্থায়ী ৪৮ রানের জুটি। নিল ৪৬ বলে পাঁচ চার ও এক ছক্কায় করেন ৩০ রান। ৮২ ওভারে আয়ারল্যান্ডের রান ৮ উইকেটে ২৩৭। অপরাজিত আছেন কার্টস ক্যাম্ফার ৬২ ও হোয়ে ০ রানে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































