Apan Desh | আপন দেশ

সন্ধ্যায় বাংলাদেশ-উইন্ডিজ টি-টোয়েন্টি লড়াই

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০০, ২৭ অক্টোবর ২০২৫

সন্ধ্যায় বাংলাদেশ-উইন্ডিজ টি-টোয়েন্টি লড়াই

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক যথাক্রমে শাই হোপ ও লিটন দাস

আগামী বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা ও ভারতে ‘হাইব্রিড’ মডেলে হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের যাচাই করার জন্য দুইটি সিরিজ পাচ্ছে বাংলাদেশের খেলোয়াড়রা। বরাবরই ঘরের মাঠে চেনা কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে নিজেদের সহায়ক পরিস্থিতির সুবিধা নিতে চেয়েছে স্বাগতিকরা। তবে এবার ব্যাতিক্রম কিছু ভাবছে টাইগাররা। 

প্রতিপক্ষকে বিধ্বস্ত করে অনায়াসে জিততে চান যেকোনো অধিনায়ক। কিন্তু প্রেক্ষাপট বিবেচনায় এবার তেমন কিছু চাচ্ছেন না লিটন দাস। সম্ভব হলে প্রতিটা বলে পরীক্ষায় পড়ে, সেটাতে উতরে গিয়ে জিততে চান বাংলাদেশ অধিনায়ক। বিশ্বকাপ সামনে রেখে নিজেদেরকে ফেলতে চান কঠিন চ্যালেঞ্জে। এ দুই সিরিজে যত বেশি ব্যাকফুটে থাকবেন বিশ্বকাপে ততই লাভ দেখছেন তিনি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

নিজেদের ঝালিয়ে নিতে এ ছয় ম্যাচের দিকে উন্মুখ হয়ে তাকিয়ে আছেন লিটন। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। তার আগে রোববার (২৬ অক্টোবর) সংবাদ সম্মেলনে লিটন বলেন, বিশ্বকাপের আগে আমাদের হাতে বেশি একটা সময় নেই। সম্ভবত এখানে তিনটা আর আয়ারল্যান্ড (সিরিজ) তিনটা, আমরা চেষ্টা করব খুব ভালো ক্রিকেট খেলার জন্য এবং যেন আমরা সবাই চ্যালেঞ্জ অনুভব করি।

বাংলাদেশ অধিনায়ক বলেন, সত্যি কথা বলতে আমি দুইটা সিরিজেই চাই যেন আমাদের খেলোয়াড়রা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে। সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে। আমি চাই যে এ ছয়টা ম্যাচ থেকে যতটা আমরা আমরা পিছিয়ে থাকব, ব্যাকফুটে থাকব, ততটাই ভালো। এর মানে যে চ্যালেঞ্জের কথা বলছি, এটা না যে আমরা খেলায় পিছিয়ে থাকবো। আমি চাই যে বোলারা যখন বল করবে, তারা যেন চাপে থাকে। সামনে যেহেতু বিশ্বকাপ, যে জিনিসগুলো সেখানে আমার অনেকটা সাহায্য করবে।

টি-টোয়েন্টিতে টানা চারটা দ্বিপক্ষীয় সিরিজ জিতলেও বহুজাতিক আসরে সাফল্য খরা চলামান। সর্বশেষ এশিয়া কাপে দল হয়েছে ব্যর্থ। বিশ্বকাপে সাফল্য পেতে তাই আদর্শ ব্যাটিং বান্ধব উইকেটে খেলার বিকল্প দেখছেন না লিটন। ব্যাটিং সহায়ক উইকেটে খেললে ব্যাটারদের মেলে ধরার সুযোগও বেশি। সব মিলিয়ে নিজেদের জন্য চ্যালেঞ্জের হলেও টি-টোয়েন্টির জন্য আদর্শ পরিস্থিতি চান বাংলাদেশ অধিনায়ক, এখন আমরা চেষ্টা করতেছি ভালো উইকেটে খেলার জন্য। আপনি যখনই ভালো উইকেটে খেলবেন, ব্যাটসম্যানদের সফল হওয়ার সুযোগ বেশি থাকবে।

আরও পড়ুন<<>>পাকিস্তানের ওপরে থেকে বিশ্বকাপ শেষ বাংলাদেশের

আর যতগুলা খেলোয়াড় আছে, বেশিরভাগ খেলোয়াড়ই অনেক বড় বড় ছয় মারতে পারে। তো এটা একটা বাংলাদেশ টিমের জন্য ইতিবাচক। একইসঙ্গে ক্রিকেট শুধু ছয়-এর উপর দিয়ে গেলে হবে না, আপনাকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে। যদি প্রয়োজন পড়ে ছয় মারার, মারবে। না হলে সিঙ্গেল ডাবলে যেতে পারি।

বর্তমানে টি-টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। সর্বশেষ চার সিরিজই জিতেছে টাইগাররা। শ্রীলংকা, পাকিস্তান, নেদারল্যান্ডসের পর সর্বশেষ সিরিজে আফগানিস্তানকে হারায় টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা পঞ্চম সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ। সদ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে হারে তারা। তবে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ জয় নিশ্চিত করে টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা। সাম্প্রতিক পারফরমেন্স ও সর্বশেষ সিরিজে হোয়াইটওয়াশের সুবাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

নিয়মিত অধিনায়ক লিটন দাস দলে ফেরায় উজ্জীবিত বাংলদেশ। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে সর্বশেষ এশিয়া কাপের শেষ দিকে এবং সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি লিটন। ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন লিটন। 

টি-টোয়েন্টিতে সর্বশেষ ৭ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক লিটন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতলে জয়-হারের পরিসংখ্যানে ক্যারিবীয়দের সমান হবে বাংলাদেশ। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৯বার মুখোমুখি হয়েছে দু’দল। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৯টিতে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়