Apan Desh | আপন দেশ

অভিষেকেই ৯২ বছরের রেকর্ড ভাঙলেন আসিফ আফ্রিদি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৯, ২২ অক্টোবর ২০২৫

অভিষেকেই ৯২ বছরের রেকর্ড ভাঙলেন আসিফ আফ্রিদি

আসিফ আফ্রিদি

পাকিস্তানের নবাগত স্পিনার আসিফ আফ্রিদি। তিনি প্রমান করলেন বয়স কেবল একটি সংখ্যা মাত্র। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে তিনি ভাঙলেন ৯২ বছরের রেকর্ড।

বুধবার (২২ অক্টোবর) ৩৮ বছর বয়সে টেস্টে অভিষেক হয়েছে আসিফ আফ্রিদির। আর অভিষেকেই পাঁচ উইকেট নিয়ে ভাঙলেন ৯২ বছরের পুরনো রেকর্ড। তার স্পিনে ছন্নছাড়া হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ।

আসিফ আফ্রিদি এখন পাকিস্তানের টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে অভিষেকেই পাঁচ উইকেট পাওয়া বোলার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে তিনি এ কীর্তি গড়েন। 

আরও পড়ুন>>>হংকং সিক্সেসে একই গ্রুপে ভারত-পাকিস্তান, লড়বে বাংলাদেশও

এর আগে রেকর্ডটি ছিল ইংল্যান্ডের চার্লস ম্যারিয়টের। তিনি ১৯৩৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লন্ডনের দ্য ওভালে অভিষেকেই ৩৭ বছর ৩৩২ দিন বয়সে নিয়েছিলেন ৫ উইকেট। ৯২ বছর পর সে রেকর্ডে নিজের নাম লেখালেন পাকিস্তানের এ স্পিনার।

ম্যারিয়ট সে টেস্টে দুই ইনিংসেই পাঁচ উইকেট নিয়েছিলেন। ইংল্যান্ডকে এনে দিয়েছিলেন ইনিংস ব্যবধানে জয়। এবার রাওয়ালপিন্ডিতে ইতিহাসটা লিখলেন পাকিস্তানের আসিফ ৩৮ বছর ৩০১ দিন বয়সে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়