Apan Desh | আপন দেশ

হংকং সিক্সেসে একই গ্রুপে ভারত-পাকিস্তান, লড়বে বাংলাদেশও

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৮, ২২ অক্টোবর ২০২৫

হংকং সিক্সেসে একই গ্রুপে ভারত-পাকিস্তান, লড়বে বাংলাদেশও

সংগৃহীত ছবি

ক্রিকেটের টুর্নামেন্ট মানেই ভারত-পাকিস্তান মহারণ। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। হংকং সিক্সেস টুর্নামেন্টেও একই গ্রুপে রাখা হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দেশকে। সর্বশেষ এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল দুই দল।

ক্রিকেটের যে টুর্নামেন্টই হোক না কেন, ভারত-পাকিস্তানকে একই গ্রুপে রাখতেই হবে। সে ধারাবাহিকতাই যেন দেখা যাচ্ছে হংকং সিক্সেস টুর্নামেন্টে। 

সাবেক ও বর্তমানদের নিয়ে হতে যাওয়া টুর্নামেন্টে একই গ্রুপে রাখা হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানকে।

আরও পড়ুন>>>বাংলাদেশ হকি দলের সুইজারল্যান্ড যাত্রা অনিশ্চিত!

টুর্নামেন্টের ‘সি’ গ্রুপে থাকা দুই দল মুখোমুখি হবে আগামী ৯ নভেম্বর। ম্যাচটি হবে হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে। ভারতের দলে নেতৃত্ব দেবেন সাবেক উইকেটরক্ষক-ব্যাটার দিনেশ কার্তিক। ভারতের হয়ে খেলবেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনও।  আর পাকিস্তানের নেতৃত্বে থাকছেন পেসার আব্বাস আফ্রিদি।

১২ দলের এ টুর্নামেন্ট ৪ গ্রুপে ভাগ করা হয়েছে। ‘সি’ গ্রুপে ভারত-পাকিস্তানের আরেক সঙ্গী কুয়েত। অন্যদিকে ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশের দুই সঙ্গী হচ্ছে হংকং ও শ্রীলঙ্কা। 

৭ থেকে ৯ নভেম্বরের এ টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ২৯টি। প্রত্যেক দলে ৬ জন করে ক্রিকেটার খেলবেন। উইকেটরক্ষক বাদে সবাইকে বল করতে হবে। তাই একজন বোলার সর্বোচ্চ ২ ওভার করতে পারবেন। টুর্নামেন্টের সর্বশেষ চ্যাম্পিয়ন হচ্ছে শ্রীলঙ্কা।

গ্রুপ এ: আফগানিস্তান, নেপাল, দক্ষিণ আফ্রিকা

গ্রুপ বি: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত

গ্রুপ সি: ভারত, পাকিস্তান, কুয়েত

গ্রুপ ডি: বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়