
ছবি: সংগৃহীত
হংকংকে উড়িয়ে শুরু করলেও শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপের সুপার ফোরের টিকিট নিয়ে শঙ্কা দেখা দেয় বাংলাদেশ শিবিরে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখে লাল সবুজ দল। তবে সামনে চলে আসে সমীকরণ। আফগান-লঙ্কা ম্যাচের ফলের ওপর নির্ভর করছিল টাইগারদের সুপার ফোর ভাগ্য। অবশেষে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে নিয়েই সুপার ফোর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানদের ৬ উইকেটে হারিয়ে বি গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোরে উঠেছে শ্রীলঙ্কা। গ্রুপ রানার্স আপ হয়েছে বাংলাদেশ। আর বিদায় নিয়েছে আফগানিস্তান।
ম্যাচের শুরুতে বাংলাদেশের পক্ষে ছিল সব। ৭৯ রানে আফগানদের ৬ উইকেট তুলে নেয় শ্রীলঙ্কানরা। এরপর ২২ বলে ৬০ রানে মোহাম্মদ নবি বাংলাদেশের কপালে চিন্তার ভাজ ফেলেন। সঙ্গে ছিলেন ২৩ বলে ২৪ রান করা রশিদ খান। নবির ব্যাটে ভর করে ৮ উইকেটে ১৬৯ রান তোলে আফগানিস্তান।
আরও পড়ুন<<>>হংকংয়ের বিপক্ষে খেলবেন যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান
এবার শুরু হয় আফগানদের জিতিয়ে দেয়ার হিসেব। রান রেটের মারপ্যাঁচ মতো শ্রীলঙ্কাকে ১০১ রানে অলআউট করতে হবে রশিদ খানদের। তবেই বাংলাদেশের সম্ভাবনা। এ হিসেবে মন খারাপ বাংলাদেশের। শ্রীলঙ্কানরা ১৭০ করতে ব্যর্থ হলেই সব শেষ।
লঙ্কার ইনিংসে ৪৭ রানে ২ উইকেট হারালেও কুশল মেন্ডিস একপ্রান্ত আগলে রাখায় খুব ভয়ের কিছু ছিল না। শেষদিকে রান রেটে বেড়ে গিয়েছিল। কিন্তু কামিন্দু মেন্ডিস উইকেটে গিয়ে ১৩ বলে ২ ছক্কায় ২৬ রানের ক্যামিও খেলে দলকে জেতার। লঙ্কানরা ৪ উইকেটে ১৭১ রান করে ম্যাচ জেতে। কুশল মেন্ডিস অপরাজিত থাকেন ৭৪ রানে।
এ জয়ে বি গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ উঠল সুপার ফোরে। এ গ্রুপে থেকে আসছে ভারত ও পাকিস্তান। এশিয়া কাপে বাংলাদেশের তাই আরও তিনটি ম্যাচ নিশ্চিত।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।