Apan Desh | আপন দেশ

৮ বছর সংসারের পর জর্জিনাকে বিয়ে করছেন রোনালদো

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:১৪, ১২ আগস্ট ২০২৫

আপডেট: ১২:১৬, ১২ আগস্ট ২০২৫

৮ বছর সংসারের পর জর্জিনাকে বিয়ে করছেন রোনালদো

ছবি সংগৃহীত

দীর্ঘদিন ছিলেন এক সঙ্গে। তাই প্রেম ছাপিয়েও তাদের সম্পর্কের বোঝাপড়াটা অনেক গভীরে। অবশেষে সেই ৮ বছরের সম্পর্ককে একটা আনুষ্ঠানিক মোড়কে ফেলতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পর্তুগিজ যুবরাজ।

ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে জর্জিনা নিজেই ইনস্টাগ্রামে সিআরসেভেনের বাগদত্তা হওয়ার খবরটি জানান। আঙুলে হীরার আংটি পরা ছবি দিয়ে তিনি লিখেছেন, হ্যাঁ, আমি রাজি, এ জীবনে এবং আমার সব জীবনে। ছবিতে স্থান হিসেবে উল্লেখ ছিল সৌদি আরবের রিয়াদ, যেখানে বর্তমানে আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। জুয়েলারি বিশেষজ্ঞদের মতে, আংটিটি ১০–১৫ ক্যারেট ওজনের এবং মূল্য অন্তত এক মিলিয়ন মার্কিন ডলার।

৪০ বছর বয়সী রোনালদো আগে থেকেই বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন, বিশেষ করে জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’-তে। সেখানে তিনি বলেছিলেন, যখন সে সঠিক মুহূর্তটা আসবে, তখনই হবে। অবশেষে সে মুহূর্ত এসেছে, আংটির ঝলকানিতে স্বপ্ন রূপ নিল বাস্তবে।

আরও পড়ুন<<>>ঋতুপর্নাকে বাড়ি তৈরি করে দিবে বিসিবি

২০১৬ সালে মাদ্রিদের এক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন জর্জিনা। সেখানেই প্রথম রোনালদোর সঙ্গে তার পরিচয়, যা দ্রুত রূপ নেয় ভালোবাসায়। বর্তমানে তারা পাঁচ সন্তানের অভিভাবক। যমজ এভা মারিয়া এবং মাতেও (২০১৭ সালে সারোগেসির মাধ্যমে জন্ম), আলানা (২০১৭ সালে জন্ম) এবং বেলা (২০২২ সালে জন্ম)। দুঃখজনকভাবে, বেলার যমজ ভাই ২০২২ সালে মারা যায়।

এ যুগল আবার রোনালদোর জ্যেষ্ঠ পুত্র ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের (২০১০ সালে জন্ম) অভিভাবকও।

বাগদান ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রে একটি প্রশ্ন, কবে এবং কোথায় হবে বিয়ে? ঘনিষ্ঠ পরিসরে নাকি বিশ্বজোড়া আয়োজন? যাই হোক না কেন, রোনালদো-জর্জিনার গল্পের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে, আর ভক্তরা অপেক্ষায় তাদের স্বপ্নের বিয়ের দিনটির জন্য।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়