
ফাইল ছবি
আগেরবার জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি সংস্করণের খেলা শুধু সিলেটে হয়েছিল। এক শহরে হলেও সেবার ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে হওয়া টুর্নামেন্টটি বেশ ভালো সুনাম কুড়িয়েছে। ধারাবাহিকতা ধরে রেখে এবার টুর্নামেন্টটি আরও ছড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবার ভেন্যুর সংখ্যা বাড়ানো হয়েছে। সিলেটের সঙ্গে নতুন ভেন্যু হিসেবে যুক্ত হচ্ছে রাজশাহী ও বগুড়ায। তিন ভেন্যুর মোট চারটি মাঠে হবে এবারের এনসিএল টি-টোয়েন্টি। বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান মাহবুবুল আনাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের জন্য কাছাকাছি মাঠ নির্বাচন প্রসঙ্গে মাহবুবুল আনাম জানিয়েছেন, চারটি মাঠে এনসিএল হবে। সিলেটের দুটি, বগুড়া ও রাজশাহী। এভাবে মাঠ নির্বাচন করার কারণ ক্রিকেটারদের ভ্রমণ ক্লান্তি কম হবে। তাছাড়া কাছাকাছি ভেন্যু থাকলে টুর্নামেন্টের আনুষঙ্গিক বিষয় পরিচালনা করাও সহজ হবে।
বিসিবির এ সিদ্ধান্তে অনেক বছর পর বগুড়ায় ঘরোয়া ক্রিকেটের বড় পর্যায়ের ম্যাচ হতে যাচ্ছে। যেখানে রঙ্গিন পোষাকের ক্রিকেটের পাশাপাশি, গ্যালারীতে থাকবে দর্শক উপস্থিতি। বগুড়ায় দর্শকরা পাবেন বিপিএল টি-টোয়েন্টির মতো একটি টুর্নামেন্টের আমেজ।
বিসিবির গ্রাউন্ডস কমিটির এ উদ্যোগে দেশের অবহেলিত দুটি ভেন্যুতে বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে। দুই ভেন্যুর ক্রিকেটপ্রেমীরা পাবেন দেশের সেরা তারকাদের টি-টোয়েন্টি পারফরম্যান্স দেখার সুযোগ। অবশ্য দুই ভেন্যুতে সম্প্রতি জাতীয় লিগের খেলা হয়েছে। তবে দর্শক আকর্ষণে জাতীয় লিগ বা প্রিমিয়ার লিগের ম্যাচ যে টি-টোয়েন্টির চেয়ে পিছিয়ে তা বলার অপেক্ষা রাখে না।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।