ছবি : আপন দেশ
রক্ষণাবেক্ষণ ও জরুরি সংস্কার কাজের কারণে সিলেট নগরী ও আশপাশের কয়েকটি এলাকায় টানা প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ ওিডসেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি ধোপাগুল ফিডারের অধীন এলাকাগুলো এ শাটডাউনের আওতায় পড়বে।
বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ট্রান্সফরমারের মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইনের সংস্কার এবং লাইনের ওপর ঝুঁকিপূর্ণভাবে ঝুলে থাকা গাছের ডালপালা অপসারণের জন্য এ সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতা প্রয়োজন হয়েছে।
আরও পড়ুন<<>>ভোটকেন্দ্র চূড়ান্ত করতে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ
যেসব এলাকায় এ সময় বিদ্যুৎ থাকবে না, সেগুলোর মধ্যে রয়েছে—কেওয়াছড়া, হিলুয়াছড়া চা বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকরঘাট, কলারতল, কাঠকুরি এবং আশপাশের এলাকাগুলো।
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































