
ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কার লক্ষ্য ২৪৯ রানের। তবে টাইগার স্পিনার তানভীরের ঘূর্ণিতে দিশেহারা লঙ্কান ব্যাটাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৮ উইকেটে ১৭৫। আর তাতেই জয়ের স্বপ্ন টাইগার শিবিরে। লঙ্কানদের জিতরে প্রয়োজন ৭৪ রান। হাতে আছে ২ উইকেট।
শনিবার (০৫ জলাই) বাংলাদেশের দেয়া ২৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়েই পাথুম নিশাঙ্কাকে (৫) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন টাইগার পেসার সাকিব। ৬ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় উইকেটে ৪৫ বলে ৬৯ রানের ঝোড়ো জুটি গড়েন কুশল মেন্ডিস আর নিশান মাদুশকা। মাদুশকাকে (১৭) ফিরিয়ে জুটি ভাঙেন তানভীর ইসলাম।
বাঁহাতি এ স্পিনার নিজের পরের ওভারে এলবিডব্লিউ করেন ২০ বলে ফিফটি হাঁকানো কুশল মেন্ডিসকেও। ৩১ বলে ৯ চার আর ১ ছক্কায় ৫৬ রানে সাজঘরের পথ ধরেন কুশল। ৭ রানের মধ্যে ২ উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফেরে বাংলাদেশ।
এরপর চারিথ আসালাঙ্কাকে ৬ রানেই আউট করে দেন শামীম পাটোয়ারী। ৯৯ রানে ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিস প্রতিরোধ গড়ে তুলেছিলেন। অবশেষে লঙ্কান ব্যাটিংয়ের এ স্তম্ভ পড়েন ফঁদে। তানভীরের বলে মিডউইকেটে দাঁড়িয়ে ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ। ৫১ বলে ৩৩ রানে ফেরেন কামিন্দু।
শ্রীলঙ্কার পঞ্চম উইকেটের পতন ঘটে ১২৬ রানে। এরপর আবার জ্বলে ওঠেন তানভীর। তার মায়াবি ঘূর্ণির জাদুতে ৮ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।
এর আগে ২১৮ রানে ৯ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে শেষ ব্যাটার মোস্তাফিজুর রহমানকে নিয়ে আরও ৩০ রান যোগ করেন তানজিম হাসান সাকিব। যে জুটিতে মোস্তাফিজের এক রানও নিতে হয়নি। তানজিম সাকিব ঝোড়ো ব্যাটিংয়ে একাই দলকে নিয়ে গেছেন সম্মানজনক অবস্থানে।
২১ বলে ২টি করে চার-ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন তিনি। ৪৫.৫ ওভারে ২৪৮ রানে অলআউট হয় বাংলাদেশ। শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্ডো ৩৫ রানে শিকার করেন ৪টি উইকেট।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।