
মেহেদী হাসান মিরাজ। ছবি সংগৃহীত
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ওয়ানডেতে ২ বলে ০ রানে আউট হয়েছিলেন তিনি। শনিবার (০৫ জুলাই) দ্বিতীয় ম্যাচেও বথ্যতার পরিচয় দিলেন টাইগারদের নতুন অধিনায়ক। এবার ১০ বলে ৯ রান করে ফিরলেন তিনি।
আজ সিরিজে টিকে থাকার ম্যাচে জয়ের বিকল্প নেই মেহেদি হাসান মিরাজের দলের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। তবে শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের।
গত ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা তানজিদ তামিম সুবিধা করতে পারেননি। ইনিংসের তৃতীয় ওভারেই ফিরেছেন এ ওপেনার। আসিথা ফার্নান্দোর বলে আউট হন তামিম। সাজঘরে ফেরার আগে ১১ বলে ৭ রান করেছেন এ ওপেনার।
আরওপড়ুন<<>>‘সাকিব অবৈধ সরকারের এমপি, ভুলে গেলে শহীদদের সঙ্গে বেঈমানি’
তামিম দ্রুত ফেরার পর দলের হাল ধরেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্ত। তাদের সাবলীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় টাইগাররা। তবে উইকেটে টিকে থেকেও ইনিংস বড় করতে পারেননি সাবেক এ অধিনায়ক। ১২তম ওভারে চারিথ আসালঙ্কাকে উড়িয়ে মারতে গিয়ে কাউ কর্ণারে ধরা পড়েন তিনি। আউট হওয়ার আগে ১৯ বলে ১৪ রান করেন এ টপ অর্ডার ব্যাটার।
গত ম্যাচে ব্যর্থ পারভেজ হোসেন ইমন আজ কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করলেও বলের গুণাগুণ বুঝে খেলার চেষ্টা করছেন। পেয়েছেন ব্যক্তিগত ফিফটির দেখাও। ৪৬ বলে এই মাইলফলক ছুঁয়েছেন ইমন। তবে ফিফটির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি। ফেরার আগে ৬৯ বলে ৬৭ রান করেছেন টাইগার ওপেনার।
ওয়ানডের নেতৃত্ব পাওয়ার পর এ প্রথম সিরিজ খেলছেন মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক হিসেবে শুরুটা ভালো করতে পারেননি তিনি। অন্তত ব্যাট হাতে ব্যর্থ এ অলরাউন্ডার। প্রথম ম্যাচে ডাক খেলেও আজকের ম্যাচে সুযোগ ছিল ফেরার। তবে পারলেন না। দলের প্রয়োজন ছিল জুটি গড়ার কিন্তু বাজে শট খেলে উল্টো দলের বিপদ বাড়িয়েছেন তিনি। ফেরার আগে ১০ বলে করেছেন ৯ রান।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ ওভারে টাইগারদের সংগ্রহ ৫ উইকেটে ১৬৯ রান। তাওহীদ হৃদয় ২৮ আর জাকের আলী ৬ রানে ব্যাট করছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।