Apan Desh | আপন দেশ

বাঁচা মরার ম্যাচ জিততে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩০, ৫ জুলাই ২০২৫

বাঁচা মরার ম্যাচ জিততে চায় বাংলাদেশ

বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের অধিনায়ক

পঞ্চপাণ্ডব বিহীন বাংলাদেশ ক্রিকেট দলের সময়টা মোটেও ভাল যাচ্ছে না। হারতে হারতে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে তলানীতে পৌঁছে গেছে লাল সবুজ দল। ঘরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে কলম্বোতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে ধরাশয়ী হয়েছে টাইগাররা। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শনিবার (০৫ জুলাই) আবারও স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে সফরকারীরা। 

সিরিজ বাঁচাতে এ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই মেহেদী হাসান মিরাজদের সামনে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় বেলা তিনটায়। এক সময় ওয়ানডে ক্রিকেট বাংলাদেশের সবচেয়ে স্বাচ্ছন্দ্যের ফরম্যাট। পঞ্চাশ ওভারের খেলা ক্রিকেটাররা ভালো বোঝেন এবং ভালোই খেলেন। কিন্তু এখন সে পছন্দের ফরম্যাটেই বাংলাদেশের পারফরম্যান্স ভালো যাচ্ছে না। শেষ সাত ওয়ানডেতে জয়হীন তারা। এর মধ্যে একটি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়, বাকি সব ম্যাচেই দলই হেরে গেছে। ফলে ওয়ানডেতে বাংলাদেশের অবস্থান এখন শঙ্কাজনক। শনিবার আরও একটি ম্যাচ খেলতে নামছে লাল-সবুজ জার্সিধারীরা। এ ম্যাচে হারের বৃত্ত ভাঙার চ্যালেঞ্জ সফরকারীদের সামনে।

তামিম, সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহকে ছাড়া বাংলাদেশ দলের মুল সম্যার নাম ব্যাটিং। দীর্ঘ সময় ধরেই ব্যাটিং ভোগাচ্ছে পুরো দলকে। বোলিং-ফিল্ডিং ভালো হলেও ব্যাটিং হচ্ছে না ঠিকঠাক। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যাখ্যাতীত ব্যাটিংয়ের পর বাংলাদেশ দল আজ কেমন করে সেটি দেখতে মুখিয়ে বাংলাদেশি ভক্তরা। 

ওপেনার তানজিদ হাসান তামিম আগের ম্যাচে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সতীর্থদের তিনি বার্তা দিয়ে রাখলেন কীভাবে সফল হওয়া যায়, এখানকার উইকেট নতুন ব্যাটারদের জন্য কঠিন থাকে। একটাই বার্তা থাকবে সবার প্রতি। যারা নতুন ব্যাটার হিসেবে যাবে, তাদের উচিত সময় নিয়ে ব্যাট করা। যারা উইকেটে সেট থাকবে, তাদের শেষ পর্যন্ত খেলার চেষ্টা করতে হবে ম্যাচটা বের না হওয়া পর্যন্ত।

প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিতে ভূমিকা রেখেছেন লঙ্কান দুই স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিস। এ নিয়ে দলের মধ্যে আলোচনা হওয়ার কথা জানিয়েছেন জুনিয়র তামিম। দ্বিতীয় ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে এসে বাঁহাতি ওপেনার জানিয়েছেন, ব্যাটিং ধস রুখতে কোচ ফিল সিমন্সের টোটকা পাওয়ার কথা, প্রথম ম্যাচ হেরে আমরা লম্বা একটা টিম মিটিং করেছি। কোচ সেখানে আমাদের কিছু তথ্য দিয়েছেন। বিশেষ করে বলেছেন যারা ব্যাটিংয়ে সেট হবে, তাদের ইনিংসটা যতটা সম্ভব লম্বা করতে হবে। কারণ এ উইকেটে নতুন ব্যাটারের জন্য শুরুটা খুব কঠিন। ওদের দলে হাসারাঙ্গা আর কামিন্দুর মতো টপ কোয়ালিটি স্পিনার আছে। উইকেটে গিয়ে তাদের বিরুদ্ধে রান তোলা সহজ নয়।

বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ এ ম্যাচটিতে একাধিক পরিবর্তনের সম্ভবনা রয়েছে। সিরিজে ফেরার এ ম্যাচে একাদশে নাও থাকতে পারেন দলের সেরা পেসার তাসকিন আহমেদ। প্রথম ওয়ানডের একাদশে না থাকা লেগ স্পিনার রিশাদ হোসেন ফিরতে পারেন। 

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, চোটের ম্যানেজমেন্টের অংশ হিসেবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে তাসকিনকে বিশ্রাম দেয়া হতে পারে। তিনি না খেললে তার জায়গায় নাহিদ রানা আসবেন। আর তানভীরের বদলে দেখা যেতে পারে রিশাদকে। প্রথম ওয়ানডে ম্যাচের আগে পেটের অসুখে পড়েন লেগ স্পিনার রিশাদ। 

এছাড়া উইকেট কিপার ব্যাটার লিটন দাস হয়তো আরও একটি সুযোগ পেতে পারেন, যার শেষ আট ইনিংসে রান যথাক্রমে – ৬, ১*, ০, ০, ২, ৪, ০, ০। এমন বাজে পারফরম্যান্সের পরও দ্বিতীয় আরেকটি সুযোগ মিলছে তার। তবে তিনি খেললেও মিডল অর্ডারে খেলবেন না, হয়তো ওপেনিংয়ে খেলানো হতে পারে!

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়