
ছবি: সংগৃহীত
কলম্বো টেস্টে হারের শঙ্কা দেখা দিয়েছে বাংলাদেশ শিবিরে। তৃতীয় দিন শেষে স্বাগতিক লঙ্কানদের চেয়ে ৯৬ রানে পিছিয়ে আছে টাইগাররা। হাতে আছে চার উইকেট। শুক্রকার (২৭ জুন) তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১১৫ রান।
এর আগে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে নিশাঙ্কা-চান্দিমালদের দুর্দান্ত ব্যাটিংয়ে ৪৫৮ রান করেন। জবাবে টাইগাররা তাদের প্রথখম ইনিংসে ২৪৭ রানে অলআউট হয়।
সিরিজে টানা ব্যর্থ এনামুল বিজয় দ্বিতীয় ইনিংসে আগ্রাসী ব্যাটিং শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ১৯ রান করে ফার্নান্দোর পেসে কাটা পড়েন তিনি। আরেক ওপেনার সাদমান ফেরেন ব্যক্তিগত ১২ রানে। আর ১৫ রান করা মুমিনুলকে ফেরান ধনঞ্জয়া।
আরওপড়ুন<<>>মেয়েদের খেলায় বিনিয়োগ করবেন মালালা
আজ ৪৩ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। শুরুতেই তাইজুল ইসলামের জোড়া আঘাত ১৫৮ রান করা নিশাঙ্কাকে আউট করে স্বস্তি ফেরান টাইগার শিবিরে। আর অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভাকে পরিণত করেন নিজের দ্বিতীয় শিকারে।
১০ রান করা প্রবাথ জয়সুরিয়াকে সাজঘরে ফেরান পেসার নাহিদ রানা। ৩৩৬ রানে পঞ্চম উইকেট হারায় শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিস আউট হন ৩৩ রান করে। এরপর দিনুশকাকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন নাঈম হাসান। আর ফিফটি তুলে ৮৪ রানে রানআউটে আউট হন কুশল মেন্ডিস। শেষ পর্যন্ত তাইজুলের ফাইফারে ৪৫৮ রানে থামে লঙ্কানদের ইনিংস।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।