 
										বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্বের স্মারক মেইস বা গদা হাতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। এএফপি
চোকার্স, ট্যাগটা তাদের নামের পাশে যেন চিরস্থায়ী হয়ে গিয়েছিল। আইসিসি টুর্নামেন্টে নকআউট ম্যাচে তো আর কম হারেনি তারা। গেলো ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও নিশ্চিত জেতা ম্যাচ হেরে যায় দলটি। তবে সে ভুল এবার করেনি, চোকার্স তকমা ঝেড়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতেছে টেম্বা বাভুমার দল।
লর্ডসে আজ ২০২৩-২৫ চক্রে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে অজিদের ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আইসিসি ইভেন্টে এটা প্রোটিয়াদের দ্বিতীয় শিরোপা। এর আগে ১৯৯৮ সালে ঢাকায় নকআউট টুর্নামেন্টে (বর্তমানে চ্যাম্পিয়নস ট্রফি) শিরোপা জিতেছিল তারা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































