
কানাডা প্রিমিয়ার লিগ মাতাচ্ছেন বাংলাদেশের সমিত সোম। ছবি: ক্যাভালরি এফসি
জুনে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেকের জন্য মুখিয়ে আছেন সমিত সোম। লাল-সবুজের ফুটবল সমর্থকরাও হামজা চৌধুরীর সঙ্গে সমিতের সম্ভাব্য জুটি নিয়ে রোমাঞ্চিত। কানাডা প্রবাসী বাংলাদেশি তারকার দুর্দান্ত ফর্ম তাকে নিয়ে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে আরও।
টানা দ্বিতীয়বারের মতো কানাডা প্রিমিয়ার লিগের সপ্তাহসেরা একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের তারকা ফুটবলার সমিত সোম। ম্যাচ উইক-৬'এর সেরা একাদশে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে জায়গা পেয়েছেন ক্যাভালরি এফসিতে খেলা সমিত।
এবারের লিগ মৌসুমে ক্যাভালরি এফসির শুরুটা ভালো হয়নি। প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরেছিল তারা। বাকি ম্যাচটিতে ড্র করেছিল। এ তিন ম্যাচে সেভাবে নজর কাড়তে পারেননি বাংলাদেশের এ তারকা। তবে সময়ের সঙ্গে ছন্দ খুঁজে পেয়েছেন সমিত, তার দলও জয়ের পথ খুঁজে পেয়েছে।
সবশেষ দুই ম্যাচেই জয় পেয়েছে ক্যাভালরি এফসি। গত সপ্তাহে ইয়োর্ক ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয় পায় সমিতের দল। সে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে সপ্তাহের সেরা একাদশে জায়গা করে নেন এ বাংলাদেশি তারকা।
আরও পড়ুন>>>স্থগিত হওয়া আইপিএল শুরু শনিবার
গত রোববার (১১ মে) সবশেষ ম্যাচে টেবিলের দুইয়ে থাকা হ্যালিফিক্স ওয়ান্ডারার্সের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে ক্যাভালরি। এদিন দলের বড় জয়ে দারুণ অবদান রেখেছেন সমিত। বাংলাদেশের এ মিডফিল্ডার একটি গোল বানিয়েও দেন। যা চলতি মৌসুমে তার প্রথম অ্যাসিস্ট।
এ জয়ে ক্যাভালরি ৮ দলের লিগে ৫ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে পাওয়া ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। আর সমিতকে টানা দ্বিতীয়বারের মতো সপ্তাহের সেরা একাদশে জায়গা করে দিয়েছে। ম্যাচ ডে-৬'এর সেরা একাদশে সমিতের আরও তিন সতীর্থ জায়গা করে নিয়েছেন। তারা হলেন–সেন্টারব্যাক লেভি লাইং, অ্যাটাকিং মিডফিল্ডার আলি মুসে ও রাইট সাইড ফরোয়ার্ড টবিয়াস ওয়ারচেভস্কি।
হ্যালিফিক্সের বিপক্ষে ৯০ মিনিটি মাঠে ছিলেন সমিত। তার দেয়া ৮৯ শতাংশ পাসই ছিল সঠিক। একটি গোল বানিয়ে দেয়া ছাড়াও আরও দুটি বড় সুযোগ তৈরি করে দিয়েছিলেন সতীর্থদের। ডাবল পিভটে ডিফেন্সিভ পজিশনে খেলা এই ২৭ বছর বয়সী ৫বার প্রতিপক্ষের ফাইনাল থার্ডে বল পাঠিয়েছেন। ক্রসিংয়েও দেখিয়েছেন মুনশিয়ানা।
তবে আসল নৈপুণ্য দেখিয়েছেন রক্ষণে। ৫টি গ্রাউন্ড ডুয়েলে জেতার পাশাপাশি ৪টি ট্যাকল, ১টি ইন্টারসেপশন ও একটি এরিয়াল ডুয়েলে জিতে দলের রক্ষণদূর্গ নিরাপদ রেখেছেন।
কানাডা প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা একাদশ:
গোলরক্ষক: নাথান ইনঘাম;
ডিফেন্ডার: এরিক লাজেউনেসে, আলে এনডুম, লেভি লাইং, গ্যাব্রিয়েল আন্তিনারো;
মিডফিল্ডার: সমিত সোম, ডেভিড রদ্রিগেজ, মার্কো বুস্তোস;
অ্যাটাকার: স্যাম সল্টার, আলি মুসে ও টবিয়াস ওয়ারচেভস্কি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।