Apan Desh | আপন দেশ

বাকৃবিতে ফের রেলপথ অবরোধ করেছে কৃষি অনুষদের শিক্ষার্থীরা

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৬, ১৩ মে ২০২৫

বাকৃবিতে ফের রেলপথ অবরোধ করেছে কৃষি অনুষদের শিক্ষার্থীরা

ছবি: আপন দেশ

কৃষিবিদদের অধিকার প্রতিষ্ঠা ও পেশাগত বৈষম্য দূরীকরণে পেশকৃত ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে আবারও রেলপথ অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর কৃষি অনুষদের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেন। তবে এতে কোনো ট্রেন আটকা না পড়লেও ট্রেন চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

কর্মসূচিতে কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা ‘তুমি কে, আমি কে?—কৃষিবিদ, কৃষিবিদ’, ‘কৃষিবিদদের অ্যাকশন—ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগানে কর্মসূচি পরিচালনা করেন।

রাত ৮টা ৫০ মিনিটের দিকে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে রেল চলাচল স্বাভাবিক হয়।

বাকৃবির কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওয়াসিম আকরাম বলেন, এদেশে ডিপ্লোমাধারীরা নিজেদের ইঞ্জিনিয়ার বলে, নার্সরা ডাক্তার বলে, কৃষি ডিপ্লোমাধারীরা নিজেদের কৃষিবিদ পরিচয় দেয়। অথচ আমরা প্রকৃত কৃষিবিদরা বারবার অবমূল্যায়নের শিকার। দাবি না মানলে দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয় ‘শাটডাউন’ করা হবে।

আরও পড়ুন>>>বাকৃবিতে নির্ধারিত ভাড়া মানছে না রিকশাচালকরা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

একইদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কৃষিবিদ ঐক্য পরিষদের একটি প্রতিনিধিদল কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সঙ্গে বৈঠক করেন। তবে সংগঠক ও শিক্ষার্থী নাজমুল আলম জানান, আলোচনা ফলপ্রসূ হয়নি। পরবর্তীতে তারা সচিব বরাবর ছয় দফা দাবিসংবলিত স্মারকলিপি হস্তান্তর করেন। সচিব কেআইবি (কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ) এর সঙ্গে সমন্বয়ের পরামর্শ দেন।

এর আগে শিক্ষার্থীরা ছয় দফা দাবি নিয়ে রেলপথ অবরোধ করে। ছয় দফা দাবি হলো

১. ডিএই, বিএডিসি সহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপসহকারী কৃষি কর্মকর্তা/ উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।

২. ডিএই ও অন্যান্য কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ৯ম ও অন্যান্য গ্রেডে নিয়মিত Re visit ও পদবৃদ্ধি করতে হবে।

৩. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে (বিএডিসি এর কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না। এক্ষেত্রে ১০ম গ্রেডের পোস্টসমূহ গ্যাজেটের আওতার বাইরে স্বতন্ত্র পদসোপান / প্রচলিত কাঠামো রাখতে হবে।

৪. কৃষি বিষয়ক ডিপ্লোমাধারীদের জন্য নতুন কোন বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যাবে না।

৫. কৃষি/কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সাথে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

৬. কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি বিষয়ক প্রতিষ্ঠান (ডিএই) এর অধীনেই রাখতে হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়