
মমতাজ বেগম।
সংগীতশিল্পী মমতাজ বেগম। তিনি মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের সাবেক এমপি ছিলেন। তাকে ৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় এ নির্দেশ দেন আদালত।
মঙ্গলবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা রিমান্ডে নেয়ার এ নির্দেশ দেন।
আজ দুপুরে মমতাজকে আদালতে হাজির করা হয়। তাকে আদালতের হাজত খানায় রাখা হয়। বিকেল তিনটার দিকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মমতাজকে আদালতের এজলাসে হাজির করা হয়।
আরও পড়ুন>>>মধ্যরাতে শিল্পী মমতাজ গ্রেফতার
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মনিরুল ইসলাম ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। মমতাজের পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। এ সময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। পরে আদালত জামিন না মঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল সোমবার রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। পরে মিরপুর মডেল থানার সাগর হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।