
রাজউক উত্তরা মডেল কলেজ।
রাজউক উত্তরা মডেল কলেজে কোচিং বাণিজ্য, টেন্ডার দুর্নীতি ও ভর্তি অনিয়মসহ একাধিক অভিযোগ উঠেছে। অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, দায়িত্বপ্রাপ্তরা মিলেমিশে শিক্ষাপ্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছেন। সম্প্রতি দুদক চেয়ারম্যান বরাবর এমন একটি অভিযোগপত্র জমা পড়েছে।
দুদকে দাখিলকৃত অভিযোগের মধ্যে রয়েছে— প্রতিষ্ঠানটির টেন্ডারে দুর্নীতি, লটারি উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি বাতিল, বিভাগ পরিবর্তনে জোর-জবরদস্তি ও শিক্ষকদের প্রাইভেট পড়ানো বাধ্যতামূলক করা। এ ছাড়া কিছু শিক্ষক অস্বাভাবিক সম্পদের মালিক হয়েছেন। অভিভাবকদের পক্ষ থেকে দ্রুত তদন্ত ও ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে অভিযোগে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।