Apan Desh | আপন দেশ

বেলগ্রেডকে ৫-২ গোলে হারিয়েছে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:৪৩, ৭ নভেম্বর ২০২৪

বেলগ্রেডকে ৫-২ গোলে হারিয়েছে বার্সেলোনা

উয়েফা চ্যাম্পিয়নস লিগ। ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে সার্বিয়ান ক্লাব রেড স্টোর বেলগ্রেডকে ৫-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। এ বড় জয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি।

অলিম্পিক স্টেডিয়ামে শুরু থেকেই এস্পানিওলের ওপর চাপ তৈরি করে খেলতে থাকে বার্সেলোনা। খেলার ১২ মিনিটের মাথায় স্বাগতিকদের এগিয়ে নেন দানি ওলমো।

ঘরের মাঠে শুরুতেই বার্সেলোনার জালে বল জড়িয়েছিলো রেড স্টার। কিন্তু অফসাইডে কাটা পড়ে সেই গোল। ১৩ মিনিটে লিড নেয় বার্সেলোনা। রাফিনিয়ার ফ্রি কিক থেকে দারুন হেডারে স্কোর শিটে নাম তোলেন ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ। ২৭ মিনিটে সমতায় ফেরে রেড স্টার। 

সিলাসের গোলে উৎসবে মাতে স্বাগতিক ভক্তরা। তবে এরপরই স্বরুপে ফেরে বার্সা, ৪৩ মিনিটে আবারো দলকে এগিয়ে দেন লেভানডোভস্কি। ৫৩ মিনিটে দলের তৃতীয় গোলটিও করেন এ পোলিশ স্ট্রাইকার। গোল উৎসবে যোগ দেন দারুন ফর্মে থাকা রাফিনিয়া। ৫৫ মিনিটে স্কোর শিটে নাম তোলেন এ ব্রাজিলিয়ান। ম্যাচের ৭৬ মিনিটে বার্সার ৫ম গোল করেন ফেরমিন লোপেজ। ৮৪ মিনিটে রেড স্টার এক গোল শোধ দিলেও, ৫-২ গোলে বড় জয় পায় হ্যান্সি ফ্লিক্সের দল।

আপন দেশ/কেএইচ 

অলিম্পিক স্টেডিয়ামে শুরু থেকেই এস্পানিওলের ওপর চাপ তৈরি করে খেলতে থাকে বার্সেলোনা। খেলার ১২ মিনিটের মাথায় স্বাগতিকদের এগিয়ে নেন দানি ওলমো।

ঘরের মাঠে শুরুতেই বার্সেলোনার জালে বল জড়িয়েছিলো রেড স্টার। কিন্তু অফসাইডে কাটা পড়ে সেই গোল। ১৩ মিনিটে লিড নেয় বার্সেলোনা। রাফিনিয়ার ফ্রি কিক থেকে দারুন হেডারে স্কোর শিটে নাম তোলেন ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ। ২৭ মিনিটে সমতায় ফেরে রেড স্টার। 

সিলাসের গোলে উৎসবে মাতে স্বাগতিক ভক্তরা। তবে এরপরই স্বরুপে ফেরে বার্সা, ৪৩ মিনিটে আবারো দলকে এগিয়ে দেন লেভানডোভস্কি। ৫৩ মিনিটে দলের তৃতীয় গোলটিও করেন এ পোলিশ স্ট্রাইকার। গোল উৎসবে যোগ দেন দারুন ফর্মে থাকা রাফিনিয়া। ৫৫ মিনিটে স্কোর শিটে নাম তোলেন এ ব্রাজিলিয়ান। ম্যাচের ৭৬ মিনিটে বার্সার ৫ম গোল করেন ফেরমিন লোপেজ। ৮৪ মিনিটে রেড স্টার এক গোল শোধ দিলেও, ৫-২ গোলে বড় জয় পায় হ্যান্সি ফ্লিক্সের দল।

আপন দেশ/কেএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা