Apan Desh | আপন দেশ

বাফুফেকে কড়া বার্তা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৪, ২ নভেম্বর ২০২৪

বাফুফেকে কড়া বার্তা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ফাইল ছবি

আর্থিক কেলেঙ্কারীতে জড়িয়ে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কয়েক বছর ধরেই আর্থিক বিষয়াদি তদন্ত করেছে ফিফা। দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের প্রেক্ষিতে ফুটবলের অভিভাবক সংস্থার পরিবর্তন ও সংস্কারের দাবি জোরালো হচ্ছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবার দিয়ে রাখলেন কড়া বার্তা।

শনিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফজয়ী নারী ফুটবল দলের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। নারী ফুটবল দলের বেতন বকেয়া থাকার বিষয়টিও তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশ নারী ফুটবল দলের তিন মাসের বেতন বকেয়া আছে। ভবিষ্যতে ফুটবলারদের বেতন বকেয়া থাকবে না সে বিষয়ে তাদের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। দেশের সামর্থের মধ্যে নারী ফুটবলারদের সমস্যা সমাধান করা হবে। বাফুফের আর্থিক সমস্যা এবং অনিয়ম নিয়ে অডিট হবে। 

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ জানান, সংবর্ধনা অনুষ্ঠানে নারী ফুটবলারদের বেতন বৈষম্য নিয়ে আলোচনা হয়েছে। আবাসন সংকটের কথা জানিয়েছেন মেয়েরা। প্রধান উপদেষ্টা তাদের সমস্যাগুলো লিখিত আকারে চেয়েছেন। এর ভিত্তিতে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাসও তিনি দিয়েছেন। 

কয়েক বছর ধরেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আর্থিক বিষয়াদি তদন্ত করেছে ফিফা। গত বছর ১৪ এপ্রিল বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল। 

জালিয়াতির দায়ে দুই বছরের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও সাবেক অপারেশন্স ম্যানেজার মিজানুর রহমানকে নিষেধাজ্ঞা দেয়া হয়। সে সঙ্গে ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয় বাফুফের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও অর্থ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মূর্শেদীকে।

ডেইলি আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়