
ছবি: সংগৃহীত
পাকিস্তান গণমাধ্যমে গত কয়েকদিনের গুঞ্জন, বদল হচ্ছে জাতীয় দলের অধিনায়ক। সত্য হলো গুঞ্জনটি। আবার পাকিস্তানের অধিনায়ক হিসেবে ফেরানো হয়েছে বাবর আজমকে।
রোববার (৩১ মার্চ) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন বাবর আজম। গত বছর ভারতের হওয়া ওয়ানডে বিশ্বকাপের পর তিন ফরম্যাটের অধিনায়ক থেকে সরে দাঁড়িয়ে ছিলেন তিনি। যদিও দেশটির গণমাধমের দাবি ছিল তাকে সরে যেতে বাধ্য করা হয়।
এরপর ঘটা করে শান মাসুদকে টেস্ট এবং টি-টোয়েন্টির অধিনায়ক করা হয় শাহিন শাহ আফ্রিদিকে। বাঁ-হাতি এ ফাস্ট বোলার শাহিনকে টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে বাদ দেয়া হয়েছে। তার জায়গা নেতৃত্ব দেবেন বাবর। তবে টেস্ট অধিনায়ক হিসেবে ঠিকে গেছেন শান মাসুদ।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।