ফাইল ছবি
ফোন ধীরগতিতে চলছে, হঠাৎ গরম হয়ে যাচ্ছে বা কোনো অ্যাপ বারবার ক্র্যাশ করছে, এমন সমস্যায় অনেকেই ভোগেন।
বিশেষজ্ঞরা বলেন, এ ধরনের সমস্যা সমাধানে সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হলো ফোনটি রিস্টার্ট করা। নিয়মিত ফোন রিস্টার্ট করলে শুধু পারফরম্যান্সই বাড়ে না, ফোনের নিরাপত্তাও উন্নত হয়। রিস্টার্ট করার মাধ্যমে ফোনের অস্থায়ী মেমোরিতে জমে থাকা ক্যাশ ফাইল মুছে যায়, ফলে সিস্টেম নতুনভাবে কাজ শুরু করে ও ফোন দ্রুত সাড়া দিতে পারে। একই সঙ্গে এতে মেমোরিতে থাকা সম্ভাব্য ম্যালওয়্যার বা ক্ষতিকর কোডও মুছে যায়। যা ফোনের নিরাপত্তা জোরদার করে।
আরও পড়ুন>>>টানা দুইদিন বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সাধারণত ফোন রিস্টার্ট করতে পাওয়ার বাটন চেপে ধরে রাখতে হয়, তারপর প্রদর্শিত মেনু থেকে ‘রিস্টার্ট’ অপশনটি বেছে নিতে হয়। তবে পাওয়ার বাটন নষ্ট হয়ে গেলে বা কাজ না করলে ফোন রিস্টার্ট করা কঠিন হয়ে পড়ে। তবে চাইলে অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন থেকেই রিস্টার্ট করা যায়। নিচে এমন একটি সহজ উপায় জেনে নেয়া যাক।
অ্যান্ড্রয়েড ফোনে স্ক্রিনের ওপরে থেকে নিচে টেনে নামালে ‘নোটিফিকেশন শেড’ খুলে যাবে। ওপরে ডান দিকে ছোট একটি পাওয়ার আইকন দেখা যাবে। সে আইকনে স্পর্শ করলে পাওয়ার মেনু প্রদর্শিত হবে। সেখান থেকে ‘রিস্টার্ট’ অপশনটি নির্বাচন করলেই ফোনটি পুনরায় চালু হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































