Apan Desh | আপন দেশ

জিয়া-খালেদার মাজারে মজনু-তানভীরের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৩:১৮, ১৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:০০, ১৮ জানুয়ারি ২০২৬

জিয়া-খালেদার মাজারে মজনু-তানভীরের শ্রদ্ধা

ছবি : আপন দেশ

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দুই শীর্ষ নেতা। তারা হলেন-ফেনী- ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু। আরেকজন ঢাকা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। 

আরও পড়ুন<<>>তিন কারণে নির্বাচন কমিশনে অবস্থান ছাত্রদলের

রোববার (১৮ জানুয়ারি) সকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারা বিএনপির প্রয়াত দুই শীর্ষ নেতার পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা। 

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ হারুন, যুগ্ম আহবায়ক লিটন মাহমুদ, সদস্য সাইফুল্লাহ খালেদ রাজন, সদস্য এডভোকেট আরিফা সুলতানা রুমা, সদস্য আনোয়ারুল কবির, সদস্য হাজী জাকির হোসেন, সদস্য উজ্জ্বল হোসেন সহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়