ছবি : আপন দেশ
প্রায় দুই দশক পর পৈতৃক ভূমি বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ও বগুড়া-৬ (সদর) আসনের প্রার্থী হয়েছেন। তবে এ সফর নির্বাচন কেন্দ্রিক না। আত্বীয় স্বজন ও শহীদ জুলাইযোদ্ধাদের কবর জিয়ারত এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নিবেন তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। বগুড়া শহরের দৃষ্টিনন্দন স্থাপনাগুলো নতুন করে সাজানো হচ্ছে। রাস্তা-ঘাট পরিস্কার করা হচ্ছে।
দলীয় নেতারা জানিয়েছেন, তারেক রহমানের বগুড়ায় আগমন ঘিরে শহরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। দৃষ্টিনন্দন স্থাপনাগুলো নতুন করে সাজানো হচ্ছে। সংস্কার করা হয়েছে দীর্ঘদিন চলাচলের অযোগ্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। শহরের সাতমাথা থেকে ফুলতলা পর্যন্ত তিন কিলোমিটার সড়ক গত কয়েক বছর খানাখন্দে চলাচলের অযোগ্য ছিল। কয়েকদিন আগেও সড়কটিতে যানবাহন চলাচল ছিল কষ্টের। সেটির খান্দাখন্দ ভরাট করে চলাচলের উপযোগী করা হয়েছে।
সাজানো হচ্ছে নবাববাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয়ে তারেক রহমানের জন্য নির্ধারিত কক্ষ। ইতিমধ্যে কক্ষের ফ্লোরে টাইলস, ডেকোরেশন এবং রঙের কাজ সম্পন্ন হয়েছে। আদালতপাড়া এলাকায় দুলদুলের ভাস্কর্য সংস্কার করা হচ্ছে। বগুড়া পৌরসভার উদ্যোগে শহরতলির শাকপালা এলাকায় তারেক রহমানের করা পার্কটি সংস্কার করা হচ্ছে। সংস্কার করা হয়েছে রিয়াজ কাজী লেনে অবস্থিত ‘গ্রিন এস্টেট’ ভবনটি। তারেক রহমান বগুড়াসহ উত্তরাঞ্চলে সফরে এলে এ ভবনের উঠতেন। এখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির প্রার্থী। পাশাপাশি ঢাকা-১৭ আসনেও দলের প্রার্থী। বগুড়ার গাবতলীতে তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি। ১৯৯১ সালের পর থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিটি জাতীয় নির্বাচনে বগুড়া-৭ আসনে বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া দলের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিটি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন।
১৯ বছর পর পৈতৃক জেলা সফরে আসছেন বলে জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। সফরকে সফল করতে বাদশার নেতৃত্বে নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করছেন।
আরও পড়ুন<<>>তারেক রহমান গণতন্ত্রের মশাল বাহক: আমীর খসরু
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের প্রার্থী মোশারফ হোসেন বলেন, আগামী ১১ জানুয়ারি রাত ৮টার দিকে তারেক রহমান ঢাকা থেকে বগুড়ায় পৌঁছাবেন। রাতে শহরতলির ছিলিমপুর এলাকায় চার তারকা হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি বেলা সাড়ে ১০টার দিকে শহরের সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার গণদোয়া অনুষ্ঠানে অংশ নেবেন।
এরপর শহরের প্রাণকেন্দ্র সাতমাথা হয়ে ঢাকা-রংপুর মহাসড়কের তিনমাথা, চার মাথা, মাটিডালি বিমান মোড় হয়ে মহাস্থানে হযরত শাহ্ সুলতান বলখী মাহিসাওয়ারের মাজারে যাবেন। সেখানে তাকে স্বাগত জানাবেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে দলের প্রার্থী মীর শাহে আলম। মাজার জিয়ারত শেষে শিবগঞ্জের মোকামতলায় আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন। এরপর রংপুরের উদ্দেশে যাত্রা করবেন। রংপুরে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ চার দিন নয় জেলায় বিভিন্ন কর্মসূতিতে অংশ নেবেন।
বিএনপির নেতারা জানান, তারেক রহমান ৯০-এর দশকে বগুড়া জেলা বিএনপির সদস্য হয়ে তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেন। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হয়েছেন। তিনি বিএনপির প্রার্থী হিসেবে বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করছেন। ইতিমধ্যে তার দুটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে গণসংবর্ধনা দেয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হবে; তাই এ কর্মসূচি গ্রহণ করা হয়নি। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়ায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেবেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































