Apan Desh | আপন দেশ

হাদিকে গুলি: রহস্যজট খোলার পথে পুলিশ

নিজস্ব চিত্রগ্রাহক

প্রকাশিত: ১৬:২৮, ১৭ ডিসেম্বর ২০২৫

হাদিকে গুলি: রহস্যজট খোলার পথে পুলিশ

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল (বাঁয়ে)।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর রোমহর্ষক হামলার রহস্যজট খুলতে শুরু করেছে। নিখুঁত ছক কষে হামলার পর চিহ্ন মুছে ফেলার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। সিসিটিভি ফুটেজের চুলচেরা বিশ্লেষণ আর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলার ব্যবহৃত সে মোটরসাইকেল, হেলমেট ও ম্যানহোলে লুকিয়ে রাখা ভুয়া নম্বর প্লেটটি উদ্ধার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

পুলিশ বলছে, এ আলামতগুলো উদ্ধারের মধ্য দিয়ে নেপথ্যের কুশীলবদের শনাক্ত করার পথে এক বড় ধাপ এগিয়েছে তারা।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁওয়ের বনলতা আবাসিক এলাকার একটি বাড়ির পার্কিং থেকে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেল ও হেলমেটটি উদ্ধার করা হয়। তবে তদন্তকারীদের সবচেয়ে বেশি চমকে দিয়েছে ম্যানহোলের ভেতরে লুকিয়ে রাখা নম্বর প্লেটটি।

আরও পড়ুন>>>নিরাপত্তা শঙ্কায় বন্ধ হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, অপরাধীরা পুলিশের চোখ ফাঁকি দিতে নম্বর প্লেটটি পরিবর্তনের কৌশল নিয়েছিল। যা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ধরে ফেলে সিটিটিসির একটি বিশেষ টিম।
 
তদন্তে উঠে এসেছে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি মোট আটবার হাতবদল হয়েছে। তদন্ত কর্মকর্তারা জানান, প্রথম মালিক আব্দুর রহমানের হাত থেকে এটি শহিদুল, রাসেল, মার্কেটপ্লেস হয়ে ওবায়দুল, আনারুল ও শুভর হাতে যায়। সবশেষ হামলার প্রধান সন্দেহভাজন ফয়সালের সহযোগী মো. কবিরের পরিচয়পত্র ব্যবহার করে মাইনুদ্দিন ইসলামের নামে বাইকটি কেনা হয়েছিল।

সিটিটিসি আরও জানায়, উদ্ধার করা মোটরসাইকেল, হেলমেট এবং নম্বর প্লেটটি পরবর্তী আইনি ব্যবস্থা ও অধিকতর তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসমান হাদির ওপর এ বর্বরোচিত হামলার ঘটনায় জড়িত মূল ঘাতকদের গ্রেফতারে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়