Apan Desh | আপন দেশ

হাদিকে গুলি: তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

নিজস্ব চিত্রগ্রাহক

প্রকাশিত: ১৬:২১, ১৬ ডিসেম্বর ২০২৫

হাদিকে গুলি: তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। তিনি ঢাকা-৮ আসনে সম্ভাব্য প্রার্থী। তাকে গুলি করার ঘটনাটি কয়েক মাসের পরিকল্পনা হামলা  তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা এমনটাই মনে করছেন।

কেননা ফয়সাল ও আলমগীরের জন্য গুলি করার আগের রাতে সাভারের আশুলিয়ার একটি রিসোর্টে মোজমাস্তির ব্যবস্থা রাখে মাস্টারমাইন্ডরা।

বৃহস্পতিবার রাতে সেখানে হামলাকারীরা অবস্থান করেন। তাদের মনোরঞ্জনের জন্য দুজন নারী সঙ্গীও ছিল। পরে শুক্রবার সকাল ৮টায় তারা দুজন রিসোর্ট থেকে বেরিয়ে ঢাকায় আসেন। জুমার নামাজের পর হাদিকে অনুসরণ করে গুলি করে পালিয়ে যান তারা। গোয়েন্দা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন>>>বিজয় দিবসে বাংলাদেশের বিশ্ব রেকর্ড

গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় গত রোববার রাতে রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া মামলা তদন্তের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, পল্টন থানায় দায়েরকৃত মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে।

ডিবি সূত্র জানিয়েছে, সারাদেশে তোলপাড় সৃষ্টি করা হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়েছে। এর মধ্যে গতকাল শুটার ফয়সাল করিমের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন, ফয়সালের স্ত্রী সামিয়া, তার শ্যালক শিপু ও রিসোর্টে থাকা বান্ধবী মারিয়া। তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক রিমান্ডের এ আদেশ দেন। এর আগে হাদিকে গুলি করার সময় ব্যবহার করা মোটরসাইকেলের মালিক আবদুল হান্নানকে রোববার তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ।

এ ছাড়া এ ঘটনায় অভিযুক্ত দুই হামলাকারী ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ খান ও আলমগীরকে সীমান্ত পার হতে সহায়তার সন্দেহে চারজনকে আটক করা হয়। এর মধ্যে শেরপুরের বারোমারি সীমান্ত থেকে অবৈধভাবে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের মামাশ্বশুর বেঞ্জামিন চিড়ান (৪৫) ও ফিলিপের ঘনিষ্ঠ বন্ধু সীশলকে (২৮) আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

তাদের দুজনকে আটকের আগে ফিলিপের স্ত্রী ডেলটা চিড়ান, শ্বশুর ইয়ারসন রংডি ও আরেক সহযোগী লুইস লেংমিঞ্জাকে আটক করে পুলিশে সোপর্দ করার কথা জানায় বিজিবি। আর পুলিশের হাতে শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের পাচার চক্রের সদস্য সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিম আটক রয়েছেন।

ঢাকার সাভার থেকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে হাবিবুর রহমান ও মিলন নামে আলমগীরের দুই বন্ধুকে।

ডিবি পুলিশ জানিয়েছে, বিজিবি যাদের আটক করেছে তাদের এখনো জিজ্ঞাসাবাদ করতে পারেনি তদন্ত সংশ্লিষ্টরা। আটকদের সংশ্লিষ্টতা না থাকলে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হতে পারে।

অন্যদিকে, সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে হাদিকে হত্যাচেষ্টার শুটার ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব থেকে পাঠানো এক ভিডিওতে দেখা যায়, হাদির আশপাশেই থাকতেন কবির। হত্যা চেষ্টার পেছনে কবিরের কী ভূমিকা ছিল, তাৎণিকভাবে সে বিষয়ে কিছু জানায়নি সংস্থাটি।

এদিকে, উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে গতকাল এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়া হয়েছে। বাংলাদেশ সময় বিকাল ৫টা ৫০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে। পরে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদির শারীরিক অবস্থার উন্নতির সুখবর দিয়েছেন তার বড় ভাই ওমর ফারুক।

সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের বরাতে ওমর ফারুক জানান, হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট এখন স্বাভাবিক রয়েছে। আগের তুলনায় তার হৃদপিণ্ডের কার্যক্ষমতাও বেড়েছে। বর্তমানে হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়