Apan Desh | আপন দেশ

ফের পেছালো খালেদা জিয়ার লন্ডনযাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৮, ৬ ডিসেম্বর ২০২৫

ফের পেছালো খালেদা জিয়ার লন্ডনযাত্রা

ফাইল ছবি

গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার তারিখ আবারও পিছিয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব এবং শারীরিক অবস্থা বিবেচনায় সাবেক এ প্রধানমন্ত্রীর লন্ডন যাত্রা তৃতীয় বারের মতো পেছানো হয়েছে। শনিবার (০৬ ডিসেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, ম্যাডামের লন্ডন যাত্রা পিছিয়েছে। এ মুহূর্তে নতুন করে কোনো তারিখ বলতে পারছি না। এয়ার অ্যাম্বুলেন্স আসার পরে যে কোনো দিনই উনাকে নেয়া হবে।

এদিকে বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র জানিয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নেয়ার বিষয়ে শনিবার রাতে সিদ্ধান্ত নিবে মেডিকেল বোর্ড। তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে লন্ডন নেয়ার সিদ্ধান্ত। মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই দেশে আসবে এয়ার অ্যাম্বুলেন্স। 

বিএনপির একজন চিকিৎসক বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা গত কয়েক দিন একই জায়গায়তে আছে। এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে আসার পাশাপাশি ম্যাডোমের শারীরিক অবস্থা ফ্লাই করার জন্য কতটা উপযুক্ত সেটাও বিবেচনায় নিতে হচ্ছে। 

এর আগে, ঢাকাস্থ কাতার দূতাবাস জানিয়েছিল, শনিবার বেগম খালেদা জিয়ার জন্য কাতার আমিরের বিশেষ ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। এদিন বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এয়ার অ্যাম্বুলেন্সটি। 

তবে কাতারের ব্যবস্থাপনায় যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে, সেটিরও সময়সূচি নতুন করে নির্ধারণ করা হয়েছে। শুরুতে শনিবার ঢাকায় অবতরণ করার কথা থাকলেও নতুন সময়সূচি অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি ১০ ডিসেম্বর ঢাকায় নামবে।

উল্লেখ্য, গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার (০৫ ডিসেম্বর) সকালে লন্ডন নেয়ার কথা ছিল। তবে এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে শেষ মুহূর্তে আটকে যায় খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রার প্রক্রিয়া।  

এরপর বিএনপির পক্ষ থেকে জানানো হয় সবকিছু ঠিক থাকলে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। এরপর শরীর সাপোর্ট করলে রোববার (০৭ ডিসেম্বর) ফ্লাই করতে পারেন খালেদা জিয়া।  

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বলেছিলেন, বিমান কখন ছাড়বে তা নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়