ছবি: আপন দেশ
বিএনপি সরকারে এলে দেশের ব্যাংক ও বিমা খাতে ব্যাপক সংস্কার আনা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
পপুলার লাইফ ইনস্যুরেন্সের ২৫ বছর পূর্তি উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. জাহিরুল ইসলাম চৌধুরী, শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান সাইয়েদ কামালুদ্দিন জাফরীসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন<<>>রোগ-শোক-সংকটেও দেশ ছেড়ে যাননি খালেদা জিয়া: রিজভী
জবাবদিহি নিশ্চিত করার আহবান জানিয়ে আমীর খসরু বলেন, মানুষ অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বিমা করে কিন্তু লুটপাটের কারণে অনেক গ্রাহক তাদের জমা করা অর্থ ফেরত পান না। দীর্ঘদিন ধরে কিছু কোম্পানি সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলেছে। এসব প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও বীমা খাতে বড় ধরনের সংস্কার করা হবে। সেইসঙ্গে স্বচ্ছতা নিশ্চিতে আর্থিক সেক্টর দলীয়করণ মুক্ত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন।
আমীর খসরু বলেন, দেশে দীর্ঘদিন ধরে কিছু কোম্পানি সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে রেখেছে। তাই এ প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনা হবে।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্যের ভাষায়, গত সরকারের আমলে দলীয় বিবেচনায় বহু ইনস্যুরেন্স কোম্পানি ও ব্যাংক গড়ে তোলা হয়েছে, যা অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। জবাবদিহির অভাবে এ খাতগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে। সরকার এলে ব্যাংক ও বিমা খাতে স্বচ্ছতা ও জবাবদিহি পুনরুদ্ধার করা হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































