ছবি: আপন দেশ
ভারতে বসে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি দেয়া পাগলের প্রলাপ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (০৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ কখনো গণতন্ত্রের পুনর্বাসন চায় না। দলটি শুরু থেকে শেষ পর্যন্ত গণতন্ত্র রক্ষার জন্য কোনও কাজ করেনি। এ সময় নির্বাচন কমিশনকে ৩০ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার আহবান জানান তিনি।
আরও পড়ুন<<>>কিছু দল জোরপূর্বক দাবি আদায় করতে চায় : আমীর খসরু
রাজনৈতিক দলের নেতাদের ঘি দিয়ে তৈলাক্ত বক্তব্য সমীচীন নয় বলে মন্তব্য করে তিনি বলেন, গণভোটের মধ্য দিয়ে সংবিধান পরিবর্তন হয়ে যাবে না। তবে মানুষের চাওয়া রক্ষায় এতে সায় দিয়েছে বিএনপি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































