Apan Desh | আপন দেশ

প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৫, ৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:২৬, ৩ নভেম্বর ২০২৫

প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান

ছবি: আপন দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বগুড়া-৬ আসন থেকে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সোমবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন<<>>বিএনপির ২৩৮ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা

বগুড়া-৬ হলো বগুড়া জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৪১ নম্বর আসন। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে খালেদা জিয়া বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে অংশ নেন। সবগুলো আসনে থেকে জয়ী হওয়ার পর তিনি ফেনী-১ আসনকে প্রতিনিধিত্ব করার জন্য বেছে নেন। ফলে বাকি দুই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৯ সালের এপ্রিলে উপ-নির্বাচনে বিএনপির জমির উদ্দিন সরকার নির্বাচিত হন। তবে এবার বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হবেন তারেক রহমান।

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়