Apan Desh | আপন দেশ

খুব শিগগির একক প্রার্থীরা মাঠে নামার অনুমতি পাবেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৭, ৩ অক্টোবর ২০২৫

খুব শিগগির একক প্রার্থীরা মাঠে নামার অনুমতি পাবেন

ফাইল ছবি।

প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকায় নিয়মতান্ত্রিকভাবে বাছাইয়ের কাজ চলছে। শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে। এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, নির্বাচনকেন্দ্রিক জোট গঠনের বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। তবে নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ নয়, বিষয়টি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া উচিত।

শুক্রবার (০৩ অক্টোবর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেনে।

                                                                                                                            আরও পড়ুন<<>>‘ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না’

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক ও উদারনৈতিক রাজনৈতিক দল। প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন- অনেক আসনে ১০ থেকে ১২ জন পর্যন্ত প্রার্থী আছেন। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত বাছাই চলছে। খুব শিগগির একক প্রার্থীরা মাঠে নামার জন্য অনুমতি পাবেন।

তিনি আরও বলেন, জরুরি বিষয় ব্যতীত এমন কোনো উদ্যোগ নেয়া উচিত নয়, যা জাতীয় জীবনে নতুন সংকট তৈরি করতে পারে। আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি দাবি জানালেও নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ করার পক্ষপাতী নয় দলটি। বিচার প্রক্রিয়ার মাধ্যমেই এ ধরনের সিদ্ধান্ত হওয়া উচিত।

প্রধান উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারকে মানুষ পাঁচ বছর চায়—এমন মন্তব্য তোলা উচিত হয়নি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়