Apan Desh | আপন দেশ

‘ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩১, ৩ অক্টোবর ২০২৫

আপডেট: ১০:৩৮, ৩ অক্টোবর ২০২৫

‘ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না’

বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

সদ্য সমাপ্ত শারদীয় দুর্গোৎসবে রাজনৈতিক নেতাদের মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ বার্তা দিলেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। 

ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে তিনি লিখেছেন, ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না, পরে আল্লাহকেও পাবা না আর ভোটও কাজে আসবে না।

ব্যারিস্টার পার্থ বলেন, প্রত্যেকেই নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন।

আরও পড়ুন<<>>সাংবাদিকদের সঙ্গে এনসিপির নেতা–কর্মীদের দুর্ব্যবহার, সংবাদ সম্মেলন বর্জন

বিজেপির সভাপতি পোস্টটি আসলো এমন সময়, যখন জামায়াতে ইসলামী সম্পর্কিত বিতর্কিত আইনজীবী অ্যাডভোকেট শিশির মুনির হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা পরিদর্শনকালে বিতর্কিত মন্তব্য করেন। 

তিনি রোজার সঙ্গে পূজাকে তুলনা করে সমালোচনার মুখে পড়েন। পার্থের বক্তব্যকে অনেকেই সে প্রেক্ষাপটে ইঙ্গিতপূর্ণ বলে দেখছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়