Apan Desh | আপন দেশ

কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলনে আসছেন জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৯, ২৯ আগস্ট ২০২৫

আপডেট: ২০:০৭, ২৯ আগস্ট ২০২৫

কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলনে আসছেন জিএম কাদের

ফাইল ছবি

রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ বেশ কয়েকজন নেতাকর্মী। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৭টায় এ খবর লেখা নাগাদ জাপার চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারিসহ নেতারা পার্টি অফিসে অবস্থান করছিল। এ ঘটনায় বিজয়নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা

জাপার দফতর সম্পাদক মোহাম্মদ আলম জানিয়েছেন, চলতি পরিস্থিতি নিয়ে রাত ৮টায় পার্টি অফিসে সংবাদ সম্মেলনে আসছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

সম্প্রতি জাপার কর্মকাণ্ড থেকে জিএম কাদেরকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে আদালত। এরইমধ্যে সংবাদ সম্মেলনে আছেন তিনি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়