
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
চোখের চিকিৎসা নিয়ে থাইল্যান্ড থেকে দেশে ফিরতে না ফিরতেই আবারও অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপর গুলশানে বৈঠক করেছেন রাত ১১ টা পর্যন্ত। এরপর অসুস্থ বোধ করলে রাত ১টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন<<>>গাজীপুরে ৫ কোটি টাকায় বিএনপিতে ঢুকলো ৩৫ আ.লীগ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে অধ্যাপক ড. এনএএম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তাকে ভর্তি করা হয় এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
ডা. জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আলহামদুলিল্লাহ এখন মহাসচিবের অবস্থা স্টেবল। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে এখন আছেন। সবাই দোয়া করবেন।
চোখের ফলোআপ চিকিৎসা শেষে মঙ্গলবার বিকেলে স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন মির্জা ফখরুল। দেশে ফিরে তিনি প্রথমে গুলশানের বাসায় যান। পরে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে বাসায় ফেরার পরই অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।