Apan Desh | আপন দেশ

‘বিএনপির নেতাকর্মীরা কারো কাছে মাথানত করেনি’

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫২, ৬ আগস্ট ২০২৫

‘বিএনপির নেতাকর্মীরা কারো কাছে মাথানত করেনি’

ছবি: আপন দেশ

গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা জেল খেটেছে, নির্যাতিত হয়েছে; কিন্তু কারো কাছে মাথানত করেনি। এ মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির বিজয় র‌্যালি-পূর্ব সমাবেশে বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা হবে খুব শিগগিরই। আমাদের নতুন জুলাই ঘোষণাপত্র হয়েছে। আমাদের চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হতে চলেছে রাষ্ট্র সংস্কারের মধ্যদিয়ে। আসুন আমরা শপথ করি, সত্যিকার অর্থে আমরা একটা সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। আমরা সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করব। সাম্য ও মানবিক মূল্যবোধ এবং মর্যাদার একটি দেশ গড়ব। বিশ্বদরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াব।
 
দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, আমরা যে সফলতা উদযাপন করছি সেটা ৩৬ দিনের নয়, এটা ১৭ বছরের আন্দোলনের ফসল। তিনি বলেন, ষড়যন্ত্র হচ্ছে। কেউ ১/১১ এর পদধ্বনি শুনতে পাচ্ছেন, কেউ গতকালের ঘোষণাপত্রের বক্তব্যকে বিরোধিতা করেছেন। দলের নেতাকর্মীদের পক্ষ থেকে ঘোষণাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেয়া হয়েছে। আমিও এটাকে স্বাগত জানাই।

আরও পড়ুন>>>আ. লীগ সমর্থকরা ভোট দিতে পারবে: সিইসি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক সংস্কারের মধ্যে প্রত্যাশিত রাষ্ট্র গঠন হবে। নির্বাচিত সরকার রাষ্ট্র সংস্কার করবে। এ সময় সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার বার্তা দিয়ে তিনি বলেন, বিদেশে বন্ধু থাকবে, প্রভু নয়। যারা নির্বাচন চায় না তারা দেশের পক্ষের শক্তি না।
 
সমাবেশে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. খন্দকার মোশাররফ বলেন, নির্বাচনকে বিলম্বিত করতে স্বৈরাচারী পতিত শক্তি ষড়যন্ত্র করছে। আশা করবো নির্বাচন কমিশন দ্রুত সময়ের মধ্যে তারিখ ঘোষণা করবে।
 
 আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়