Apan Desh | আপন দেশ

আ. লীগ সমর্থকরা ভোট দিতে পারবে: সিইসি

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৫, ৬ আগস্ট ২০২৫

আ. লীগ সমর্থকরা ভোট দিতে পারবে: সিইসি

কথা বলছেন সিইসি এএম নাসির উদ্দিন।

আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ। তবে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবে। এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএম নাসির উদ্দিন।

বুধবার (০৬ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশন ভবনে সিইসি এসব কথা বলেন।

সিইসি আসন্ন নির্বাচন প্রসঙ্গে বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণার পর ইসি ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে। প্রধান উপদেষ্টা যে চিঠি দেওয়ার কথা বলেছেন, আমরা আশা করছি শিগগিরই তা পেয়ে যাব। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে আমাদের সামনে চ্যালেঞ্জ থাকবে। আমরা সব ধরনের প্রস্তুতি নেব।

আরও পড়ুন>>>এনসিপির পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

এ সময় তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগের যারা সমর্থক তারা ভোট দিতে পারবেন। কারণ কে কোন দলের তাদের মনের কথা তো আর আমরা বলতে পারব না। আমাদের মূল ফোকাস থাকবে ভোটার।

ভোটের তারিখ থেকে মাস-দুয়েক আগে তফসিল ঘোষণা করা হবে জানিয়ে সিইসি বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন স্তরের স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করতে কমিশন এক মাস সময় হাতে রাখছে। কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং নিয়ম মেনেই নির্বাচনী সীমানা নির্ধারণের জন্য নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়