Apan Desh | আপন দেশ

সৌহার্দ্যের অনন্য নজির, শহীদ  মিনার ছেড়ে শাহবাগে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৭, ৩০ জুলাই ২০২৫

আপডেট: ১৩:০৭, ৩০ জুলাই ২০২৫

সৌহার্দ্যের অনন্য নজির, শহীদ  মিনার ছেড়ে শাহবাগে ছাত্রদল

ছবি : আপন দেশ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আগেই লিখিত অনুমতিও নিয়েছিল তারা। তবে একই দিন একই স্থানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও কর্মসূচির ঘোষণা এলে সহাবস্থানের বার্তা দিতে শহীদ মিনার ছেড়ে সমাবেশের স্থান শাহবাগে স্থানান্তর করে ছাত্রদল।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, কর্মসূচির আগে সকল প্রস্তুতি সম্পন্ন হলেও এবং অনুমতি তাদের আগে থাকলেও একটি উদার, গণতান্ত্রিক ও পরমতসহিষ্ণু সংগঠন হিসেবে তারা নাগরিক পার্টির অনুরোধ গ্রহণ করেছে। 

এ সিদ্ধান্তকে ‘উদারতার অনন্য দৃষ্টান্ত’ হিসেবে উল্লেখ করে ছাত্রদল নেতারা জানান, রাজধানীর সড়কে সাময়িক ভোগান্তি হলে নাগরিকদের কাছে তারা দুঃখপ্রকাশ করছে।

বুধবার (৩০ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, একান্তই উদারনৈতিক রাজনৈতিক অবস্থানের প্রতিফলন হিসেবে এ স্থান পরিবর্তনের কারণে রাজধানীর ব্যস্ত সড়কে যদি কোনোরূপ ভোগান্তি তৈরি হয়, এ অনিচ্ছাকৃত সমস্যার জন্য আমরা নগরবাসীর নিকট আগাম দুঃখ প্রকাশ করছি। আশা করছি, তারা এ দিনটির তাৎপর্য ও আমাদের স্থান পরিবর্তনের উদারতাকে অবশ্যই তাদের বিবেচনায় রাখবেন।

ছাত্রদল সভাপতি বলেন, পূর্বঘোষিত ধারাবাহিক কর্মসূচিগুলোর মাঝে গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি ছিল ৩ আগস্টে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ। জুন মাসেই ঘোষিত এ কর্মসূচি পালনের জন্য আমরা ২২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বরাবর লিখিত আবেদন করি। আবেদনের প্রেক্ষিতে গত ২৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে আমাদেরকে ৩ আগস্ট  শহীদ মিনারে ছাত্র সমাবেশের অনুমতি প্রদান করা হয়। তবে আমাদের কর্মসূচি ঘোষণার কয়েকদিনের মাঝে জাতীয় নাগরিক পার্টিও একইদিনে একই স্থানে সমাবেশ করার কথা আমরা প্রথমে গণমাধ্যম মারফত অবগত হই। পরবর্তীতে নাগরিক পার্টির নেতৃবৃন্দ ব্যক্তিগতভাবে বারবার আমাদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করে সমাবেশের স্থান পরিবর্তনের অনুরোধ জানান। এ বিষয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গেও তারা যোগাযোগ করেন।

তিনি বলেন, এ ধরনের একটি কর্মসূচি ঘোষণা করার পর, সব প্রস্তুতি সম্পন্ন করার পর কর্মসূচিটি ভিন্ন কোনো স্থানে সরিয়ে নেয়া খুবই বিব্রতকর ও কষ্টসাধ্য একটি কাজ। কর্মদিবসে আমাদের কর্মসূচির কারণে যেন কোনো জনভোগান্তি তৈরি না হয়, সমাবেশটি শহীদ মিনারে করতে চাওয়ার এটিও ছিল একটি অন্যতম কারণ। তাছাড়া আমরাই যেহেতু কর্মসূচিটি প্রথমে ঘোষণা করি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও লাভ করি, তাই ওই স্থানে সমাবেশ করার আমরাই একমাত্র বৈধ দাবিদার। তারপরও একটি উদার, গণতান্ত্রিক, সহাবস্থানে বিশ্বাসী, পরমতসহিঞ্চু, গ্রহণযোগ্য সব মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল সংগঠন হিসেবে আমরা জাতীয় নাগরিক পার্টির অনুরোধকে বিবেচনায় নিয়ে আমাদের ছাত্র সমাবেশের স্থানটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। 

ছাত্রদল নেতারা বলেন, ২০০৮ সালের পর ছাত্র রাজনীতিতে একচেটিয়া দখলদারিত্ব প্রতিষ্ঠিত হলেও জাতীয়তাবাদী ছাত্রদল শান্তি ও সহাবস্থানের রাজনীতি করে যাচ্ছে। ৫ আগস্টের পটপরিবর্তনের পর কোথাও হলে দখল বা জোর করে কাউকে কর্মসূচিতে আনা হয়নি বলেও দাবি করে তারা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়