Apan Desh | আপন দেশ

‘সরকার একা নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪০, ২৭ জুলাই ২০২৫

‘সরকার একা নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে না’

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, সরকার একা কোনো নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে না।

রোববার (২৭ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

জামায়াতের শীর্ষ এ নেতা বলেন, কোনো একটি রাজনৈতিক দলের কথায় আমরা বলতে পারি না দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। সরকার একা তারিখ ঘোষণা করতে পারে না।

আরওপড়ুন<<>>কেন্দ্রীয় বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত

তিনি বলেন, সরকারের পরামর্শে নির্বাচন কমিশন ঘোষণা করবে। এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতে হবে‌।

হামিদুর রহমান আজাদ বলেন, পুলিশ কমিশন ও প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে। জুলাই সনদ জুলাইয়ের মধ্যেই হবে‌ বলেও আশা করেন তিনি।

এদিকে, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আমরা একটা বিষয়ে একমত হয়েছি, সেটা হলো, একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে ১০ বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। সনদে প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর উল্লেখ করব।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়