
জাতীয় যুবশক্তির সভায় বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম
জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পথে যত বড় বাধা আসুক, তার মোকাবিলা করা হবে। জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (২৩ মে) রাজধানীর ধানমন্ডিতে একটি হোটেলে জাতীয় যুবশক্তির সারা দেশের সংগঠকদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ কথা বলেন তিনি।
নাহিদ বলেন, আমাদের রাজনীতি ও অস্তিত্ব হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। জুলাইকে যত বেশি ধারণ করতে পারব, তত বেশি এগিয়ে যাব। তবে দুঃখজনক হলো- অভ্যুত্থানের অংশীদাররা একে ক্ষমতার পালাবদল বলে মনে করছে। আর এর বিরোধিতা করেছে এনসিপি।
আরওপড়ুন<<>>‘ড. ইউনূস থাকতে না চাইলে বিকল্প বেছে নেবে জনগণ’
তিনি বলেন, আমরা মৌলিক সংস্কার চেয়েছি। কিন্তু তারা জুলাইকে রেজিম চেঞ্জ হিসেবে দেখছে। পুরনো সংবিধানকে আকড়ে ধরে ক্ষমতায় যেতে চাইছে। আর এখানেই আমাদের আপত্তি। এখন আমাদের দরকার সংগঠিত শক্তি।
দেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এর ফাঁদে পা না দিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
জুলাই ঘোষণাপত্রের দাবি বাস্তবায়নে যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পথে যত বড় শক্তিই বাধা হোক, আমরা তার মোকাবেলা করব।
পরিচিতি ও সাধারণ সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় যুবশক্তির সদস্যরা এককালীন সুনির্দিষ্ট একটি ফি ও মাসিক চাঁদা দেয়ার মাধ্যমে সংগঠন পরিচালনা করবে। শেষে আগামী দিনে কর্মপরিকল্পনা প্রণয়ন ও সংগঠকদের দিকনির্দেশনা দেয়া হয়।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।