
ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের প্রধান গুণী মানুষ। তবে নাতির বয়সী উপদেষ্টাদের কারণে কিছু ভুল হচ্ছে—এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২৪ মে) বগুড়ার সূত্রাপুর সেন্ট্রাল হাইস্কুল মাঠে ‘তারুণ্যের সমাবেশ’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন>>>দায়িত্ব পালনে বাধা এলে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করবে সরকার
রুহুল কবির রিজভী বলেন, মানবিক করিডোরের নামে দেশের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। দেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়া হচ্ছে। এসবের বিরুদ্ধে কথা বললেই বিএনপিকে দোষারোপ করা হয়। উপদেষ্টাদের বক্তব্যে মনে হয় নির্বাচন চাওয়া মহাপাপ। এ সময়, উপদেষ্টা আসিফের কথা মত দেশ পরিচালনা করলে সে দেশ ভালোমতো চলবে না।
অপরদিকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, কেউ যদি ঐক্য বিনষ্ট করে ছাত্রদলকে ক্যাম্পাস থেকে বিরত রাখতে চায় তারা বিলীন হয়ে যাবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।