Apan Desh | আপন দেশ

‘অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জনগণের সরকার প্রতিষ্ঠার করা’

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৮, ২৪ মে ২০২৫

‘অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জনগণের সরকার প্রতিষ্ঠার করা’

নজরুল ইসলাম খান

অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জনগণের সরকার প্রতিষ্ঠা করা। বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, এ সরকার নির্বাচিত নয়, স্থায়ী সরকার নয়। তারা অন্তর্বর্তী সরকার। একটা দায়িত্ব পালন করে তাদের চলে যেতে হবে। দেশের মানুষ স্থায়ী সরকার চায়।

শনিবার (২৪ মে) বগুড়ায় ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নজরুল ইসলাম খান।

আরওপড়ুন<<>>ড. ইউনূসকে যারা নামাতে চায় তারা দিল্লির রাজনীতি করে: ফয়জুল করীম

রাষ্ট্র সংস্কারের বিষয়ে তিনি বলেন, বিএনপির দেয়া ৩১ দফার বাইরে সরকারের মাথায় নতুন কিছু আসে না। কাজেই সব সংস্কার বর্তমান সরকার নয়, নির্বাচিত সরকার করবে।

ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন চায় দাবি করে দলের স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বিএনপি বারবার বলেছে, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে ভোটের পথে হাঁটুন। ।

ইসি জুনের মধ্যে প্রস্তুত হয়ে যাবে মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, জুনের মধ্যে সব প্রস্তুতি হয়ে গেলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব নয় কেন? সরকারকে এর জবাব দিতে হবে।

তিনি বলেন, কোনো দল এখনও সংগঠিত হয়নি। আবার কোনো কোনো দল অন্য দলের সঙ্গে জোট গড়ে তুলবে এজন্য তারা সময়ক্ষেপণ করছে। এজন্য কি নির্বাচন দিতে দেরি হবে? জনগণ সে সময় দিতে চায় না।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়