Apan Desh | আপন দেশ

বৈঠকে তিন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২১:১৬, ২৪ মে ২০২৫

আপডেট: ২১:৩৭, ২৪ মে ২০২৫

বৈঠকে তিন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে বিএনপি

ছবি: আপন দেশ

বিএনপি আবারও তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে। তারা হলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এ তিনজন উপদেষ্টা সরকারের কাজকে রাজনৈতিকভাবে প্রভাবিত করছেন বলে দাবি জানায় বিএনপি।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ দাবি তোলে দলটি। বৈঠকটি হয় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।

বৈঠকে ছিলেন, বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও খন্দকার মোশাররফ।

বৈঠক শেষে ড. মঈন খান বলেন,

আমাদেরকে আলোচনার বিষয় আগে জানানো হয়নি। তবে আমরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় একটি লিখিত বক্তব্য প্রস্তুত করে এনেছিলাম। সেটিই প্রধান উপদেষ্টার কাছে পেশ করেছি। বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ নিশ্চিত করতে আমরা একটি নির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ দাবি করেছি। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিও জানানো হয়েছে। 

সংস্কার ঐকমত্যের ভিত্তিতে হতে হবে । তা দ্রুত সম্পন্ন করা সম্ভব বলে আমরা মনে করি, বলেন মঈন খান।

স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে বিচার হবে। আওয়ামী লীগ আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। সে কারণে বিএনপিই তাদের বিচার বেশি দাবি করে। ফলে এ সরকারের আমলে আওয়ামী লীগের বিচার অসম্পন্ন থাকলে বিএনপি ক্ষমতা গেলে স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে তা সম্পন্ন করবে।

আমরা কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি। বরং প্রথম দিন থেকেই এ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি।

খন্দকার মোশাররফ বলেন,

নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে শেষ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপি জানিয়েছে। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা। যেকোনো উছিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এর দায়-দায়িত্ব বর্তমান সরকার এবং তাদের সঙ্গে সংশ্লিষ্টদের ওপর বর্তাবে। বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে বিএনপি প্রথম থেকেই একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনের রোডম্যাপ দাবি করে আসছে।

আপন দেশ/এমবি 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়