Apan Desh | আপন দেশ

আমাদের একমাত্র চাওয়া নির্বাচনের রোডম্যাপ: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৯:৫৭, ২৪ মে ২০২৫

আমাদের একমাত্র চাওয়া নির্বাচনের রোডম্যাপ: সালাহউদ্দিন

সালাহউদ্দিন আহমদ।

প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা কখনো প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি, চাইও না। তাকে ভুল বোঝানো হচ্ছে। আমাদের একমাত্র চাওয়া সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ।

শনিবার (২৪ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন>>>নাতির বয়সীদের উপদেষ্টা করায় কিছু ভুল হচ্ছে: রিজভী

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আমরা চাই না সেনাবাহিনীকে বিতর্কিত করা হোক। চাই না দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হোক। জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই যেকোনো সিদ্ধান্ত হওয়া উচিত।

অনুষ্ঠানে শেখ হাসিনার প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা একজন জঘন্য হত্যাকারী। মাদরাসা ছাত্রদের হত্যা করেছে, আকাশ থেকে গুলি করে নিরীহ নারী-শিশুকে হত্যা করেছে। সমস্ত শহীদ হত্যার বিচার করতে আরও ট্রাইবুনাল গঠন করা হোক। এ দেশের আদালতে খুনি শেখ হাসিনার সরকারের বিচার করা হবেই। বিএনপি ক্ষমতায় এলে শাপলা চত্বরসহ সব গণহত্যার বিচার নিশ্চিত করা হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়