
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন
আসন্ন কোরবানির ঈদে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে মিলে পরিচ্ছন্নতার কাজে সহযোগিতার অঙ্গীকার করলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আদালত থেকে রায় ঘোষণার পর মেয়র হিসেবে নিজের দায়িত্ব প্রসঙ্গে শুক্রবার (২৩ মে) ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া স্ট্যাটাসে ঈদুল আজহায় কোরবানির বর্জ ব্যবস্থাপনা নিয়ে নিজের পরিকল্পনা জানান তিনি।
নিজেকে জনতার মেয়র হিসেবে উল্লেখ করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, শপথ কেবল একটা ফরমালিটি। জনতার মেয়র হিসেবে আমার দায়িত্ব বর্তায় আগামী কোরবানির ঈদের আগে যাতে বর্জ ব্যবস্থাপনার পর্যাপ্ত প্রস্তুতি থাকে। আমি ঢাকাবাসীকে নিশ্চিত করছি, উত্তরে মেয়র না আসা পর্যন্ত সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করব।
ফেসবুকে তিনি লেখেন, দক্ষিণের সাবেক কাউন্সিলর ও বিগত নির্বাচনের প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে একটি জোনভিত্তিক মনিটরিং টিমের অনুমোদন দেব। বিকেলের মধ্যে (১৬ ঘণ্টায়) একটা স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার উদ্যোগ গ্রহণ করব। দক্ষিণ পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আমি নিজেও থাকব।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।