Apan Desh | আপন দেশ

এবার মৎস্য ভবন মোড় অবরোধ ইশরাক সমর্থকদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৬, ২১ মে ২০২৫

আপডেট: ১৫:২০, ২১ মে ২০২৫

এবার মৎস্য ভবন মোড় অবরোধ ইশরাক সমর্থকদের

ছবি : আপন দেশ

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে টানা ছয় দিন ধরে আন্দোলন করছে তার সমর্থকরা। ঢাকাবাসীর ব্যানারে মঙ্গলবার (২১ মে) রাজধানীর মৎস্য ভবন মোড় অবরোধ করেছে ইশরাক সমর্থকেরা। এতে উভয় দিকের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিন সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে মৎস্য ভবনের আসেপাশে জড়ো হতে থাকেন ইশরাক সমর্থকেরা। বেলা ১১টা নাগাদ মৎস্য ভবন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন তারা।

এ সময় ইশরাক সমর্থকদের 'শপথ নিয়ে তালবাহানা চলবে না চলবে না', ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, আদালতের রায় মানতে হবে মানতে হবে, ইশরাক ভাইয়ের ভয় নাই রাজপথ ছাড়ি নাই, উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার পদত্যাগসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের ওপর প্রথম দিনের শুনানি হয়। এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশ হওয়ার কথা রয়েছে বেলা ১২ টায়। এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের ওপর গত মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এদিন রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার একেএম এহসানুর রহমান।

এদিকে  ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র পদে শপথের উদ্যোগ নেয়ার জন্য বুধবার (২১ মে) সকাল ১০টা পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনকারীরা। এ সময়ের মধ্যে শপথের ঘোষণা না এলে ঢাকা অচলের হুমকি দেয়া হয়েছে। পাশাপাশি ডিএসসিসির পাঁচটি কর্মচারী ইউনিয়নের তরফ থেকে বর্জ্য অপসারণ কাজসহ নাগরিক সেবা পুরোপুরি বন্ধ করে দেয়ারও হুঁশিয়ারি এসেছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশন ২ ফেব্রুয়ারি ভোটের ফলের গেজেট প্রকাশ করে। এরপর শপথ নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন তাপস।

সে নির্বাচনে ঢাকা দক্ষিণের মেয়র পদে তাপস পেয়েছিলেন সোয়া চার লাখ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ইশরাক পান দুই লাখ ৩৬ হাজার ভোট। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ২০২০ সালের ৩ মার্চ মামলা করেন ইশরাক।

ছাত্র আন্দোলনের পর গত বছরের আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এরপর ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া।

এর মধ্যে গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

আদালত ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন। এ রায় পাওয়ার পর ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়