
বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি
চোখের অস্ত্রোপচারের প্রয়োজনীয়তার কারণে থাইল্যান্ডের ব্যাংকক গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।
সোমবার (১২ মে) রাত পৌনে ৩টায় থাই এয়ারওয়েজের একটি বিমানে নিয়ে ব্যংকক যান তিনি। বিএনপির মিডিইয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
আরওপড়ুন<<>>‘আ. লীগ নিষিদ্ধে আনন্দিত বিএনপি’
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ব্যাংককের রুটনিন আই হাসপাতালে মির্জা ফখরুলের চোখের রেটিনায় জরুরি অস্ত্রোপচার করা হবে। তিনি বলেন, সোমবার চোখের সমস্যা দেখা দিলে মির্জা ফখরুলকে গুলশানে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শেই ব্যাংককের বিশেষায়িত ওই চক্ষু হাসপাতালে নেয়া হয়েছে তাকে।
চিকিৎসা নিতে যাওয়ার আগে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মহান আল্লাহর কাছে সুস্থতা কামনা করেছেন বিএনপি মহাসচিব।
এর আগে গত ৬ এপ্রিল ফখরুল দম্পতি স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।